যা ছিল, যা আজ নেই, যা চাইনি কখনো

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ জুলাই, ২০১৭, ০৭:১৭:৩৫ সকাল

মা'র মুখটা মনে পরে প্রতিটি সন্ধ্যায়,

ব্যাকুল চোখে দাঁড়িয়ে থাকতেন বারান্দায় !

দিনশেষে কখন ফিরবো,সেই পথ চেয়ে চেয়েই,

মা না ফেরার দেশের যাত্রী একদিন অজান্তেই |

বাবা, আপনিও সেই গেলেন পথেই,

মন থেকে বিদায় এতটুকুও না জানাতেই!



পানসি বেয়ে যেত মাঝি তিস্তার বুকে,

গলায় তুলে ভাটিয়ালি সুর |

সেই পানসিতে বঁধূ যেত স্বপ্ন সুখে,

স্বামীর ঘর, ভাটির দেশে বহুদূর |

তিস্তার বুক ভরা আজ ধুধু বালুর হাহাকার,

তিস্তার বুকে উত্তাল ঢেউ খেলেনাতো আর |



একটা সময় ছিল পুরো বাংলাদেশে,

নির্বাচন আসতো উৎসবের বেশে |

আটষট্টি হাজার গ্রাম, শহর, বন্দর, ইউনিয়ন,

জুড়ে, নির্বাচনী উত্তেজনায় ভাসতো জনগণ |

দেশে নেই উৎসব, উৎসাহের সেই নির্বাচনের দিন ,

এখন ভোট ডাকাতির নির্বাচন হয় ভোটার বিহীন |

ভোট ডাকাতির ভোট শেষ এখন সকাল সকাল,

বিনা ভোটের নির্বাচন, মন্ত্রী, এমপি সবই জাল |

গর্বের সংসদে আজ স্বৈরাচার আর তাবেদার,

প্রতিরক্ষা চুক্তিতে বাঁচাতে চায় অবৈধ ক্ষমতা তার!



একটা সময় দেশে পুলিশ ছিল আইন শৃঙ্খলারক্ষা বাহিনী,

তাবেদার পুলিশ এখন লিখে অন্তহীন গুম, খুনের কাহিনী |

সীমান্ত রক্ষায় ছিল একসময় লড়াকু বিডিআর,

আজ নেই তাও, অথর্ব বিজিবি গড়েছি সীমান্ত রক্ষার |

সীমান্ত খুলে দিয়েছি ক্ষমতা পাবার কৃতজ্ঞতায়,

সীমান্তে জনগণ নিহত হলেই বা বিজিবির কি আসে যায়?



মা, বাবা নেই আজ, নেই সব পেয়েছির সেই দিনগুলো,

তিস্তার ঢেউগুলোও হারায় বুঝি মেখে ধুধু চড়ের ধুলো |

উৎসবের সেই নির্বাচনের দিন আজ নেই বাংলাদেশে আর,

ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় বসে তাবেদার অবৈধ সরকার |

সব বদলে যায়, বদলে যায় ইদানিং জীবনের হালচাল,

একই থাকে শুধু, যা চাইনি সেই স্বৈরাচারী বাকশাল !



বিষয়: বিবিধ

৮১৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383508
০৬ জুলাই ২০১৭ রাত ০৩:৫৮
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
০৬ জুলাই ২০১৭ দুপুর ১২:২২
316595
কাব্যগাথা লিখেছেন : মনসুর আহামেদ:অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File