কেন এতো ভয়

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ জুলাই, ২০১৭, ০৭:২৫:১৬ সকাল

দেশ সুষ্ঠু একটা নির্বাচন দরকার,

খুব বেশি কিছু কেউ চাচ্ছেনাতো আর |

বিনা নির্বাচনে নির্বাচিত না হয় যেন সাংসদ,

মন্ত্রী, ক্ষমতাসীন কোনো বংশদবদ

অথবা নির্বাচনে যেন না হয় ভোটারশূন্য ভোট,

তাই নির্বাচনে দাবি নিরপেক্ষ সরকার বা জোট |



কেউ বলছেনা কে চালাবে সেই সরকার,

শুধু বলছে নির্বাচনটা নিরপেক্ষ হওয়া দরকার |

বিচারপতি শাহাবুদ্দিনের সরকার,স্বৈরাচারের জঞ্জাল

সড়িয়ে এনেছিলোতো এই বাংলাদেশেই নূতন সকাল |

যুদ্ধের বছর,সেই দূর একাত্তুরে,

কারো বসবাস ছিল তখন লাল ঘরে|

তাজউদ্দীনের সর্বদলীয় প্রবাসী সরকার,

আনেনি কি নতুন পতাকা স্বাধীনতার?

যেদিন সরকার প্রধান হলেন বিচারপতি হাবিবুর রহমান,

তার নিরপেক্ষতা নিয়ে হয়নিতো কারো অভিমান!



তবে এখন কেন নিরপেক্ষ সরকার এতো ভয়,

ক্ষমতার প্রাসাদে বসে হয়নি কি কোনো পুন্য সঞ্চয়?

রাশি রাশি পাপ জমেছে বুঝি পাহাড় সমান উচ্চতায়,

সংখ্যাহীন গুম, খুন,অন্তহীন হামলা আর মামলায় !

শেয়ার বাজার,ব্যাংক লুট,সুইস ব্যাংকে টাকার পাহাড়,

হিসেব দিতেই বুঝি হবে নেতা নেত্রীর কম্মো কাবার!

জায়গা নেবে মৈত্রী চুক্তির আড়ালে স্বাধীনতাবেচা তাবেদার,

ইতিহাসের একই পাতায় হয়ে বিশ্বাস ঘাতক,রাজাকার |

জনরোষ যদি গর্জে উঠে হয়ে একাত্তুরের হাতিয়ার,

তাই বুঝি নিরপেক্ষ সরকারের দাবিতে কাঁপে স্বৈরাচার!

বিষয়: বিবিধ

৭৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383486
০৩ জুলাই ২০১৭ সকাল ১১:৪৯
কাব্যগাথা লিখেছেন : দিল মোহাম্মদ মামুন: খুশি হলাম কবিতা ভালো লেগেছে জেনে | অনেক অনেক ধন্যবাদ নিন কবিতা পড়া আর মন্তব্যের জন্য |
০৩ জুলাই ২০১৭ সকাল ১১:৫৩
316584
কাব্যগাথা লিখেছেন : দিল মোহাম্মদ মামুন:কি যেন করলাম ! আপনার মন্তব্যটি মুছে গেলো ভুল করে আমার মন্তব্য এডিট করতে যেয়ে|
383489
০৩ জুলাই ২০১৭ সন্ধ্যা ০৬:৫৫
নাবিক লিখেছেন : বাহ! সময়োপযোগী ১টা কবিতা, ভালোই লাগলো।
০৪ জুলাই ২০১৭ সকাল ০৬:৩৭
316589
কাব্যগাথা লিখেছেন : নাবিক যার পেন নেম (নিশ্চই মনও তার নাবিক নাবিক)আমার কাটখোট্টা কবিতা পড়ে তার ভালোলাগা মন্তব্য! খুবই খুশি হলাম|অনেক ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য |
383490
০৩ জুলাই ২০১৭ রাত ০৯:০৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই মগের মুল্লুকে যারাই সত্যের পক্ষে আওয়াজ তুলবে তাদেরকে রাষ্ট্রের তত্ত্বাবধানে গুম করা হবে। এই জাতির মুক্তি সহজে আসবে বলে মনে হয়না। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
০৪ জুলাই ২০১৭ সকাল ০৬:৪০
316590
কাব্যগাথা লিখেছেন : দিল মোহাম্মদ মামুন:অনেক ধন্যবাদ আবার ব্লগে এসে মুছে যাওয়া মন্তব্যটা আবার করার জন্য|চাইলেই যদি এমন পাওয়া যেত সব!মনটাই ভালো হয়ে গেলো এতো ঝামেলার মধ্যেও|অনেক ধন্যবাদ নেবেন |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File