কেন এতো ভয়
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ জুলাই, ২০১৭, ০৭:২৫:১৬ সকাল
দেশ সুষ্ঠু একটা নির্বাচন দরকার,
খুব বেশি কিছু কেউ চাচ্ছেনাতো আর |
বিনা নির্বাচনে নির্বাচিত না হয় যেন সাংসদ,
মন্ত্রী, ক্ষমতাসীন কোনো বংশদবদ
অথবা নির্বাচনে যেন না হয় ভোটারশূন্য ভোট,
তাই নির্বাচনে দাবি নিরপেক্ষ সরকার বা জোট |
কেউ বলছেনা কে চালাবে সেই সরকার,
শুধু বলছে নির্বাচনটা নিরপেক্ষ হওয়া দরকার |
বিচারপতি শাহাবুদ্দিনের সরকার,স্বৈরাচারের জঞ্জাল
সড়িয়ে এনেছিলোতো এই বাংলাদেশেই নূতন সকাল |
যুদ্ধের বছর,সেই দূর একাত্তুরে,
কারো বসবাস ছিল তখন লাল ঘরে|
তাজউদ্দীনের সর্বদলীয় প্রবাসী সরকার,
আনেনি কি নতুন পতাকা স্বাধীনতার?
যেদিন সরকার প্রধান হলেন বিচারপতি হাবিবুর রহমান,
তার নিরপেক্ষতা নিয়ে হয়নিতো কারো অভিমান!
তবে এখন কেন নিরপেক্ষ সরকার এতো ভয়,
ক্ষমতার প্রাসাদে বসে হয়নি কি কোনো পুন্য সঞ্চয়?
রাশি রাশি পাপ জমেছে বুঝি পাহাড় সমান উচ্চতায়,
সংখ্যাহীন গুম, খুন,অন্তহীন হামলা আর মামলায় !
শেয়ার বাজার,ব্যাংক লুট,সুইস ব্যাংকে টাকার পাহাড়,
হিসেব দিতেই বুঝি হবে নেতা নেত্রীর কম্মো কাবার!
জায়গা নেবে মৈত্রী চুক্তির আড়ালে স্বাধীনতাবেচা তাবেদার,
ইতিহাসের একই পাতায় হয়ে বিশ্বাস ঘাতক,রাজাকার |
জনরোষ যদি গর্জে উঠে হয়ে একাত্তুরের হাতিয়ার,
তাই বুঝি নিরপেক্ষ সরকারের দাবিতে কাঁপে স্বৈরাচার!
বিষয়: বিবিধ
৭৯৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন