গণতন্ত্রের সংলাপ: তুমি এমন কেন

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২২ জুন, ২০১৭, ০৫:১৭:০৩ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা: তুমি এমন কেন?

স্বপ্নীল: কেমন আমি?

কাঙ্খিতা: জীবানন্দদাসের চিলের মতো, প্রতিটি দিন,

নিঃসঙ্গ খোলা আকাশে একাকী উড়ো বিষণ্ণ, সঙ্গীহীন |

স্বপ্নীল: কই, সেরকম মনে হয়নি কখনোতো |

সেই ঢাবি লাইব্রেরি, পাশে তুমি, একই জায়গায় বসে আছি আমিওতো !

কাঙ্খিতা: সেটাতো ভয়ঙ্কর বেশি আরো !

স্বপ্নীল: কেন বলতে পারো ?

কাঙ্খিতা: বিষন্নতা সঙ্গী হয়ে নিয়েছে তোমার পিছু

তবুও একাকী, অন্যমনা, জানোনা তার কিছু |

স্বপ্নীল: একটা সময় ছিল উতল মন, চোখের পাতায় কাঁপন

যখন ভিজে মাটির গন্ধ ছিল খুব আপন |

এখন মাটির সোঁদা গন্ধে মিশে থাকে লাশেরও গন্ধ,

মন্দ মিলেছে ভালোর সাথে তাড়িয়ে সব দ্বন্দ্ব |

মা'র চোখের দৃষ্টি এড়িয়ে, কেঁদে কেটে,কৌশলে

অবিরাম লাফিয়ে, ঝাঁপিয়ে, সাঁতরে যেই শীতলক্ষ্যার জলে

বেদনার ক্লেদ ধোয়া শৈশবের দিনগুলো ছিল মনের সোনালী আঁশ,

তাতে যুদ্ধবিহীন দিনেও আজ ভেসে উঠে সাত সাতটি লাশ !

পাহাড় ধ্বসে নিহত,

এক দু'জন নয় শত শত !

সেই ঘটানতেও সরকার খোঁজে রাজনীতির গন্ধ,

কেন পাহাড় গাছ পালা শূন্য, উত্তর খোঁজা বন্ধ |

গুম,খুনে আঁধার বাংলাদেশের সবুজ প্রান্তর,

কোথায় জুড়াই শান্তির পরশে এই ক্ষুদ্ধ অন্তর?

মন তাই পাখনা মেলে দূর নীলিমার নীলে হতে একাকী বিলীন,

রজত শুভ্র মেঘের আড়ালে পাই যদি স্বর্গ কোনো গুম,খুনহীন!

বিষয়: বিবিধ

৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File