স্বৈরাচারে ছিনতাই হয়ে যাওয়া স্মৃতিগুলো আমার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ জুন, ২০১৭, ১১:৫৮:৫৪ সকাল

ঘিঞ্জি গলির জঞ্জালে ভরা আমার প্রিয় ঢাকা শহর,

ভাঙা রাস্তা,অগুনতি রিকশা,মুড়ির টিনে স্থবির প্রহর !

বাদুড় ঝোলা হয়ে তাতে যাতায়াত প্রতিদিন,

আজো স্মৃতির পাতায় কি উজ্জ্বল,অমলিন |

জ্যামে স্তব্ধ, ঘামে ভেজা ঢাকার পথে আমার অষ্টপ্রহর,

তবুও কত যে আপন, ছিল চোখে কত যে মনোহর!



যানজটে স্তব্ধ খিলগাঁও চৌরাস্তা, মালিবাগ, মৌচাক,

মগ বাজার, তবুও মনে স্থান ছিল তাদের জমজমাট |

নীলাকাশ মাথায় করে কত দিন রিকশায় চলেছি সে পথে,

আকাশ ভরা তারাও সাথী হয়েছে পথে কত নিঝুম রাতে!

আজ সে পথে পূর্ণিমা রাতেও দেখি ঘন আঁধার,

পথের জ্যোৎস্না ঢেকেছে অদক্ষ, অপরিকল্পিত ফ্লাইওভার |



নিঝুম রাতের জ্যোৎস্না হারায় খিলগাঁও, মালিবাগ, মগবাজার,

স্বৈরাচারে ক্ষত বিক্ষত আকাশ বিহীন ঢাকার স্মৃতিগুলো আমার!

প্রিয় শহর ঢাকার নিথর জ্যাম আকাশ ছুঁয়েছে আজ,

স্বৈরাচারের দাবি তবুও দেশ ভরা নাকি উন্নয়নের কারু কাজ !

স্মৃতির জানালা খুলে ভাবি সুশাসনে অদক্ষ,লুটপাটে সর্দার,

স্বৈরাচারে ছিনতাই হয়ে যাওয়া ঢাকার দিনগুলো আমার!

বিষয়: বিবিধ

১০৫০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383309
০৯ জুন ২০১৭ সন্ধ্যা ০৭:৪৬
আকবার১ লিখেছেন : চমৎকার কবিতা ,
১২ জুন ২০১৭ রাত ০১:৩১
316519
কাব্যগাথা লিখেছেন : আকবার১:অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়া আর মন্তব্যের জন্য|রোজায় বাসাবোরকোথায় হলো এই আলোচনা?বাসাবো মাঠে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File