গণতন্ত্রের জন্য পঙক্তিমালা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ জুন, ২০১৭, ১১:০৪:৫৩ সকাল
গণতন্ত্র, মৌনতার সুতোয় বোনা কোনো চাদরে,
ঢাকিনি তোমায় |
তোমায় পাবার দাবি প্রতিবাদ, বিক্ষোভের বহরে |
তোমার সীমানায়
যাবো বলে নিঃস্তব্ধ, বিক্ষুব্ধ শব্দের মৌন সম্ভারে,
প্রতিবাদের নৌকা ভেসেছে বিক্ষোভের সাগরে |
উত্তাল স্রোতের সশস্র স্লোগানে ভয়ার্ত চারধার,
গুম, খুন, হামলা, মামলায় উন্মত্ত যেমন স্বৈরাচার |
বিক্ষোভের সাগরে হাল ধরে রাত দিন,
তবুও বসে আছি ঘুমহীন, ক্লান্তিহীন |
উত্তাল সাগরে প্রতিবাদের নৌকা দোলে হাজার স্রোতের দোলায়,
তোমার তীরে পৌছুবোই জানি গণতন্ত্র, কোনো উষশী বেলায় |
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন