গণতন্ত্রের সংলাপ: থেমিস দেবীর মূর্তি পুনঃস্থাপন আর প্রধানমন্ত্রীর ভানুমতির খেল

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৪ জুন, ২০১৭, ০৫:৪৬:৪৬ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)



স্বপ্নিল: হেফাজতের সাথে সাক্ষাত হয়েছে আয়োজন করেই,

ঘটা করে থেমিস দেবীর মূর্তি অপছন্দ জানলাম তার পরেই |

কাঙ্খিতা: আল্লামা শফি আর আলেম ওলামায়ে ধন্য

প্রধানমন্ত্রীর কার্যালয়, শুনে তাদের দাবি অগ্রগণ্য,

হবে পূরণ, তাই ভেবেছি |



স্বপ্নিল: এখন তবে কি শুনছি!

কাঙ্খিতা: প্রধান বিচারপতির হাতে পড়েছে সিদ্ধান্ত মূর্তি সরাবার,

সরকার করবেনা হস্তক্ষেপ, এ নাকি বিচার বিভাগের এখতিয়ার!



স্বপ্নিল: থেমিস দেবী এবার স্থান বদলেছেন দাঁড়াবার,

যেই লাউ সেই কদুই আছে বদলায়নি এতটুকু আর |

কাঙ্খিতা: সিনহা বাবু ইদানিংমাঝে মাঝেই যদিও দিচ্ছেন হুঙ্কার!

ঢাল তলোয়ারহীন যুদ্ধে জেতে কি কখনো নিধিরাম সর্দার?

বিনা ভোটের প্রধানমন্ত্রীর সহযোগী এই বিচার বিভাগ হায় !

তার নৌকা থেকে নামার সাহস এরা পাবে কোথায়?



স্বপ্নিল: কওমি ভোট চাই ধরে হেফাজত জড়িয়ে,

প্রগতিশীল ভোটও যেন না যায় হারিয়ে |

তাই মূর্তি সরাবার আদেশ দেওয়া দরকার,

প্রগতিশীল ভোটে লাগে মূর্তির স্থান বদলাবার!



কাঙ্খিতা: তাই বুঝি দরকার প্রধানমন্ত্রীর ভানুমতির খেল হায়!

দুই নৌকায় পা রেখে কি ভোটে জেতা যায়?

কুট চাল দেয়া চলছে অবিরাম নির্বাচনী যুদ্ধে জিতবার,

কোন খেলায় কে জানে দেশে হবে নরক গুলজার!



স্বপ্নিল: মিথ্যায় ওস্তাদ, সত্য উচ্চারণে মুখ বাঁধা তার,

একবারও কি পারেনা মন মুখ হতে একাকার?

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File