গণতন্ত্র,সপ্তর্ষির আলোকে সাজা তোমার কক্ষপথে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৪ মে, ২০১৭, ০১:০১:১১ দুপুর

গণতন্ত্র, তোমার বাড়ির সদর দরজা ও বন্ধ জানালা,

ফোন,মেইল বক্সেও স্বৈরাচারী শাসকের নৃশংস হামলা |

তোমায় পেতে আন্দোলন চাইনি সকাল বা সন্ধ্যা বেলায়,

বন্দি জীবন মুক্ত করে চেয়েছি উড়তে তোমার সীমানায় |

আলোকবর্ষ দূরের সপ্তর্ষির আলোকে সাজা তোমার কক্ষপথে,

চেয়েছি লক্ষ বছর নিঃসঙ্গ বিরান কোনো গ্রহ হয়ে ঘুরতে |

ব্ল্যাকহোলের মতো অমোঘ কোনো মধ্যকর্ষণে কাছে টানোনি,

স্বৈরাচারের আঘাতে মুমূর্ষু তুমি, ভালোবাসায় জড়িয়ে ধরোনি |

নিঃসীম শূন্যতার কাছে তাই বার বার ফিরে আসা,

মৌনতার বিক্ষোভ মিছিলে একান্তই হৃদয় বেদনায় ভাসা !

স্বৈরাচারী শাসনের দীর্ঘশ্বাসে কাটবে বুঝি জীবন,নিয়ে বেদনা ভার,

গণতন্ত্র, তবুও তোমার মুখ সপ্তর্ষির আলোয় জ্বলে আজো হৃদয়ে আমার !

বিষয়: বিবিধ

১০৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File