কোন আলো খুঁজে পেলো দলিত হিন্দু পরিবার ইসলামে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৭ মে, ২০১৭, ১১:৪৯:১১ সকাল
ধর্ম নিরপেক্ষতার মলিন পুরোনো চাদরটা গায়ে জড়ানো ছিল,
ফুটো দিয়ে উদোম শরীরটা বহুদিন ধরেই চোখে পড়ছিলো |
গান্ধীর অহিংস নীতি, ধর্ম নিরপেক্ষতা দূরে সরে যাচ্ছিলোই,
ব্রাম্মণ্যবাদের দুর্গন্ধ ভারতের গা থেকে ভেসে আসছিলোই |
ভারতের গায়ের ধর্ম নিরপেক্ষতার ছেড়া চাদর সরিয়ে,
মোদি বাবু এলেন ব্রাম্মণ্যবাদের গেরুয়া জড়িয়ে |
তার হাত ভেজা গুজরাটের হাজার মুসলিম হত্যার রক্তে,
তবুও তিনিই বসলেন ধর্মনিরপেক্ষ ভারতের প্রধানমন্ত্রীর তখতে!
তারপর শুরু অমানিশার আঁধার ঘন ঘোর,
ইসলাম আর মুসলিম নিধনের তিন বছর!
কাশ্মীর থেকে কন্যা কুমারিকা, আসাম থেকে রাজস্থান,
মুসলিমের লাল রক্তে হলো মোদির ভারতের পুন্য স্নান!
কপালে তিলক,মোদির মতোই নিয়ে উগ্র ব্রাম্মণ্যবাদ,
উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রী হয়েছেন এবার যোগী আদিত্যনাথ |
ভারতে ব্রাম্মণ্যবাদ প্রতিষ্ঠার প্রতিজ্ঞা তার অবিশ্রাম,
উত্তর প্রদেশ হয়েছে মুসলিম খ্রিষ্টান নিধনের তীর্থস্থান |
যোগীর উত্তর প্রদেশে পঞ্চাশ দলিত হিন্দু পরিবার,
স্বতস্ফুর্ত সিদ্ধান্ত নিয়েছে ইসলাম গ্রহণ করবার |
ভারত জুড়ে আকাশে বাতাসে মুসলিমের হাহাকার,
তবুও ইসলামে কোন আলো খুঁজে পেলো দলিত পরিবার !
জাহেলিয়াত তাড়িয়ে সত্যের যে আলো ইসলাম জ্বেলে ছিল,
পায়নিতো দেখা তার আবু জহল,আবু লাহাব,
পেয়েছিলো আবু বকর, উমর ইবনে খাত্তাব |
উসমান,আলীও সেই সত্য আলোতেই জীবন গড়ে ছিল |
এখনো ইসলামের সেই সত্য সূর্যের দেখা পায়,
মোদির ভারতে দলিত হিন্দু পরিবার !
কার ভয়ে মুসলিম প্রধান বাংলাদেশের সরকার,
'ইসলাম' শব্দ শুনেই তবে আজ মুখ ফেরায় তার?
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন