রুট কজ

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ মে, ২০১৭, ১২:১৪:৫৯ দুপুর

চিলের কান নেবার গল্পের মতো,

চিলের পেছনে ছুটছি অবিরত |

কানটা আছে কিনা ঠিক ভাবিনি,

খুঁজতে কোথাও বাকি রাখিনি |

রুট কজটা কি ?

সবাই ভুলতে বসেছি |



গুণধর আওয়ামী পুত্রত্রয়,

নিয়ে অস্রবাহী দেহরক্ষীদ্বয় !

বুভুক্ষ শরীরীসুখ লুটতে হয় উন্মত্ত,

ধর্ষক,নীতি,ধর্ম নিয়ে কে ভাবে এত্ত !

দেশে প্রগতিশীলতার সংজ্ঞা,

ধর্ম কর্মে দেখানো অবজ্ঞা |

গুণধর পুত্রত্রয় লিখেনিতো উসশৃঙ্খলতার প্রথম কাহিনী,

একই কাহিনীর লেখক ভরা সোনার ছেলেদের বাহিনী |

শুধু চিলের পেছনে ছুটলেই কি কান ফিরে পাওয়া যাবে?

যদি নিয়েই থাকে কান, কেন নিলো তাওতো বুঝতে হবে !



ভারতীয় সিরিয়াল ভরা কেবল টেলিভিশন,

দিনরাত করছে দেশের দর্শক আকর্ষণ |

একুশের চেতনা ভুলে জাতি আজ দিকভ্রান্ত,

ভারতীয় সিরিয়ালের আগ্রাসনে জনগণ আক্রান্ত |

দিনরাত চব্বিশ ঘন্টা সেই সিরিয়াল দর্শন,

শেখালো পরকীয়া, অসম প্রেম আর নারী নির্যাতন |



দেশ ঢাকা স্বৈর শাসনের কালো আঁধার,

ক্ষমতায় জেঁকে বসা অনির্বাচিত সরকার |

দেশের সীমান্ত বিকানো অঙ্গীকার,

ক্ষমতায় থাকার দিয়েছে অধিকার |

সেই অঙ্গীকার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ

তাতেই ভারতীয় সিরিয়ালে দেশের সংস্কৃতি ধ্বংস |

নব্য প্রতিরক্ষা চুক্তিতে দেশের স্বাধীনতা শেষ প্রায়,

প্রতিবাদহীন নতুন প্রজন্ম আনন্দ খোঁজে ষ্টার জলসায় |



জীবন মানেই আজ মদ,সিগারেট, ইয়াবা সেবন,

ভারতীয় সিরিয়ালের শেখানো পরকীয়া,নারী নির্যাতন !

অনির্বাচিত অবৈধ সরকারের দূর্নীতি,

ধ্বংস শেয়ার বাজার,ব্যাংক লুটের কীর্তি

ঢাকতে, ভারতীয় সিরিয়াল ভরা জিটিভি, ষ্টার জলসা,

তাবেদার সরকারের ক্ষমতা রক্ষার বড় ভরসা |

ভারতীয় সিরিয়ালের নীল দংশনেও নীরব সরকার,

ধর্ম,কর্ম, সংস্কৃতি হারিয়েও নেই কোনো লজ্জ্বা, হাহাকার !



দেশের তরুণ প্রজন্ম আজ বুঝি ধ্বংসের পথে প্রায়,

রুট কজটা ছেড়ে তবুও চিলের পিছে ছুটে চলছি হায় !

থামাতে তরুণ প্রজন্মের মদ, ইয়াবা সেবন আর নারী নির্যাতন,

শুধু হবেনা দিলে সাফাত, সাদমান,নাঈমের কারাদণ্ড যাবজ্জীবন |

লাগবে নীতি,নৈতিকতার গণতান্ত্রিক শাসন আর ধর্মের অনুশীলন,

সাথে রুখতেই হবে রুট কজ ভারতীয় সিরিয়ালের নীল দংশন |

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File