গণতন্ত্রের সংলাপ:খালেদার "ভিশন ২০৩০" এবং আওয়ামী ইত্যাদি
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ মে, ২০১৭, ০৯:৫০:৪০ সকাল
স্বপ্নীল: খালেদার "ভিশন ২০৩০" নিয়ে চলছে খুবই বিশ্লেষণ,
কাঙ্খিতা: এই নিয়ে আলোচনার কি এতো কি কারণ?
স্বপ্নীল: কারণ, ভিশন দুই হাজার ত্রিশ,
হয়েছে সরকারের চোখে বিষ |
সরকারের কেউ বলছে ভালো,
সরকারেরই কারো মুখ কালো |
প্রধানমন্ত্রী, ফাটাকেষ্ট, কামরুল,
গায়ে যেন কামড়েছে ভিমরুল!
ভিশন ২০৩০ নিয়ে নেই অর্থপূর্ণ মন্তব্য,
হিংসে বিদ্বেষে হারিয়েছে সব যুক্তির গন্তব্য|
কাঙ্খিতা: নিয়ে খালেদার "২০৩০ ভিশন"
কেন তাতে সরকারি টেনশন?
কি আছে সেই রূপকল্পে,
ভরা কি তা রূপকথার গল্পে?
হলে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ,
পেলে সংসদীয় কমিটির সভাপতির পদ,
ডেপুটি স্পিকার হবার বিরোধী দলীয় নীতি
থাকলে, গণতন্ত্রের হয়ে যাবে কি ক্ষতি?
ঘটা করে মধ্যম আয়ের হয়েছে দেশ,
উচ্চমধ্যম আয়ের রূপকল্পে কেন বিদ্বেষ?
মাথাপিছু আয় পাঁচ হাজার মার্কিন ডলার
হবার রূপকল্পে মাথা ব্যাথা হলো কার?
এছাড়া বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,
আটক অবস্থায় মৃত্যুর তদন্ত,
অবসান অমানবিক বন্দি নির্যাতন,
খালেদার এ'সব দফাই পেয়েছে সমর্থন |
ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো,
কেন্দ্রীয় ব্যাংকের ক্ষমতা ও তদারকি বাড়ানো,
বিদেশে অর্থ পাচার বন্ধ, ফেরত আনা সে অর্থ
কে চায় তাতে হোক দেশের সরকার ব্যর্থ?
গণতন্ত্রের আবরণে প্রধানমন্ত্রীর স্বৈরাচারী শাসন
থামাতে হবে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন,
পুলিশেকে দেওয়া হবে ওভারটাইম ও রেশন,
এমন আড়াইশো দফা নিয়েই “২০৩০ ভিশন” |
স্বপ্নীল: খালেদার ২০৩০ রূপকল্পের ভিশন,
দেশের গণতন্ত্র রক্ষায় প্রয়োজন |
"ভিশন ২০৩০" নিয়ে সতর্ক,
হতে পারে রাজনৈতিক বিতর্ক |
এসব দাবি পূরণযোগ্য, কি নয়,
তা হতেই পারে বিতর্কের বিষয় |
কাঙ্খিতা: “ভিশন ২০৩০” নিয়ে বিদ্বেষ ছড়িয়ে সরকার,
ঢাকতে চায় স্বৈরাচারের কদর্য চেহারা তার!
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন