গণতন্ত্রের সংলাপ: খালেদা জিয়ার "ভিশন ২০৩০" ও আওয়ামী প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ মে, ২০১৭, ১২:০৭:৩৩ দুপুর
স্বপ্নীল: শুনেছ কি খালেদা জিয়ার "ভিশন দুহাজার ত্রিশ " রূপকল্প?
কাঙ্খিতা: নতুন কিছু বলেছেন? নাকি সেই পুরোনো গল্প!
স্বপ্নীল: ভাবনাটা বলেছেন দেশ শাসনে সরকার,
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য দরকার |
সংসদ কার্যকরীকরণে লাগবেই বিরোধীদল আর সরকার,
সে লক্ষ্যে প্রয়োজনীয় যত প্রশাসনিক সংস্কার |
এই ছিল আলোচনার বিষয় তার "ভিশন দুহাজার ত্রিশ"
কাঙ্খিতা: তাতেই বুঝি সরকারের মুখে ঢুকেছে হেমলক বিষ!
স্বপ্নীল: শুনে খালেদার দেশ শাসনের ভিশন,
সরকারে শুরু হয়েছে বুঝি টেনশন !
কাঙ্খিতা: তাইতো মনে হচ্ছে দেখে শুনে |
ফাটা কেষ্ট কি উঠেছে জ্বলে তেলে বেগুনে?
স্বপ্নীল: ঠিক তাই, বিশিষ্ট ব্যক্তিরা করলেও ভিশনের প্রশংসা
ফাটাকেষ্টর মন্তব্যেই বোঝা যায় আওমীলীগ করছে হিংসা !
কাঙ্খিতা: একাত্তুরের স্বাধীনতা যুদ্ধ
গণতন্ত্রের দাবিতেই ছিল উদবুদ্ধ |
পরের বছর বাহাত্তুর সাল,
কি যেন হয়েছিল? বাকশাল |
স্বপ্নীল: গণতন্ত্রের মহান বন্ধু এরা কত্ত,
চারটে বাদে নিষিদ্ধ সব সংবাদপত্র!
হয়নি গণঅভ্যুত্থান, কোনো যুদ্ধ,
তাতেই কি হয়েছে বাকশাল শুদ্ধ?
কাঙ্খিতা: না বন্ধু, সে ছিল স্বৈরাচারের প্রথম আহ্বান,
বিনিময় ছিল খুবই কঠিন প্রতিদান |
জনগণ শাস্তি করেছিল নির্ধারণ,
ক্ষমতা থেকে একুশ বছর নির্বাসন |
স্বপ্নীল: সে সময়টা ছিলোনা শাসনের স্বর্ণযুগ হয়তো,
বাক ব্যক্তি স্বাধীনতায় ফিরে ছিল হারানো গণতন্ত্র |
বিশ্ব বেহায়ার থাবায় আহত হয়েছিল যদিও সে গণতন্ত্র,
তাতেও ছিল বাকশালী প্রেতাত্মার সমর্থন ও ষড়যন্ত্র |
স্বপ্নীল: তারপর গণঅভ্যুত্থান, গণতন্ত্রের চলা আবার,
থেমেছিল অভিশাপে অপদেবতার |
কাঙ্খিতা: গণতন্ত্রের গহীন কবর খুঁড়ে,
বাক ব্যক্তি স্বাধীনতার কাঁথা মুড়ে
সীমান্তের দ্বার খুলে আবার,
আগমন তাবেদার স্বৈরাচার |
স্বপ্নীল: ভোট বিহীন নির্বাচন,
হয়েছে স্বৈরাচারের বাহন |
কাঙ্খিতা: ভোটার নয়, ভোট কেন্দ্রে শুধু তিনটে কুকুর,
নির্বাচনী ছবিতে দেশের গণতন্ত্র আজ বহুদূর!
স্বপ্নীল: এদের হাতেই গণতন্ত্র, বাক, ব্যক্তি স্বাধীনতার হয়েছে সর্বনাশ,
তারপরও সরকার গণতন্ত্রের জন্য করে মায়া কান্না, হা হুতাশ !
বিষয়: বিবিধ
৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন