কোন নীলকর হয়ে এলো ছদ্মবেশী স্বৈরাচার
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৬ মে, ২০১৭, ০৭:১৪:২১ সন্ধ্যা
হানাদার পাকিস্তানি জামানা শেষ,
বর্গী হানায় কাঁদেনা আর বাংলাদেশ |
জমিদার, নীলকর কেউ নেই আর,
স্বাধীন দেশের সম্পদ লুটে নেবার |
তবুও দেশের ছয় লক্ষ কোটি টাকা পাচার !
কোন নীলকর হয়ে এলো ছদ্মবেশী স্বৈরাচার?
সাত সমুদ্র পাড়ের সাহেব নয় এই নীলকর,
দেশীয় চেতনার পোশাকধারী দেশেই এর ঘর |
আগের নীলকর শত্রূ ছিল প্রকাশ্যে,
এবারের নীলকর এসেছে ছদ্মবেশে |
এবার হয়নি কোনো পলাশীর যুদ্ধ,
এবারের নীলকর মুখে অহিংস বুদ্ধ |
নেই উমিচাঁদ, জগৎশেঠ, রায় দুর্লভের ষড়যন্ত্র,
এই নীলকরের আছে দরবেশ বাবার মন্ত্র |
সরকারি ব্যাংক লুটপাট,ঋণ খেলাপিতে ফাঁকা,
শেয়ার বাজারে হাওয়া হবে হাজার কোটি টাকা|
ডিজিটাল কায়দায় জাতীয় রিজার্ভ লুট হবে,
সে টাকা থাকবে সুইস একাউন্টে নিরাপদে |
এই নীলকর ক্ষমতাসীন আজ করে ষড়যন্ত্রের নির্বাচন,
লুটপাটের শাসনে প্রতিপক্ষ তার হয়েছে জনগণ |
র্যাব, পুলিশ, বিজিবি দিয়ে গড়া এই শাসন,
স্বৈরাচার লুকোতে পড়েছে গণতন্ত্রের বসন |
জনগণের বিপুল, বিক্ষুব্ধ উত্থানে,
কোনো অবশ্যম্ভাবী গণঅভ্যুত্থানে,
সুদাসলে দিতে হবেই নির্লজ্জ তাবেদারী, স্বৈরাচারের ঋণ |
বহিস্কৃত, নিগৃহীত, হবার ভয় নিয়ে কাটে বুঝি এদের দিন !
নীলকর বিভোর ছয় লক্ষ কোটি টাকার সুখ স্বপ্ন সাজাবার,
হবেতো সময় অবৈধ, বিদেশি রঙিন বাসরে পালাবার?
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন