গণতন্ত্রের সংলাপ: হাওরে বন্যা,তাবেদার সরকার আর মেইন সুইচ মেরামত
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ মে, ২০১৭, ১০:১২:৩৪ রাত
স্বপ্নীল:
রাস্তা ঘাট,ঘর,বাড়িতে কেন আলো নাই?
লোডশেডিং,মেইন সুইচে গন্ডগোল তাই |
দেশের চির পরিচিত,
নিত্য দিনের চালচিত্র |
মেইন সুইচ থাকলে নষ্ট,
যাবে আলো আঁধারির কষ্ট?
কাঙ্খিতা:
হাওড়ে হবে বাঁধ আর অবকাঠামো তৈরী,
মেইন সুইচের কারিগর ছিল বৈরী |
হাওড় উন্নয়নের বাজেট এবার পঁয়ষট্টি কোটি,
সেই বাজেটেই ছিল লোলুপ দৃষ্টি |
কেন্দ্রে গঠিত তাবেদার,
মাঠে তাদের ঠিকাদার |
বাঁধ নির্মাণের সব বরাদ্দ,
ঘুষ বাণিজ্যেই করেছে শ্রাদ্ধ |
স্বপ্নীল:
সরকার বাঁধ নির্মাণের বরাদ্দদাতা,
পকেটে ভরেছে তাই সব দলীয় নেতা |
বাঁধ নির্মাণের গুনগত মান !
কেন তাতে হবে দলীয় কর্মী হয়রান?
উজান থেকে আসার বন্যা স্রোতের ধার,
তোয়াজ করে কি তাবেদার বা ঠিকাদার?
কুশাসনের তিলক আঁকা বন্যার জল,
ভেঙেছে বাঁধ, ভেসেছে বসত, মাঠের ফসল |
কাঙ্খিতা:
হাওড়ে বন্যার শিকার,
আট লক্ষ পরিবার |
অনির্বাচিত প্রধানমন্ত্রী,মন্ত্রী পরিষদ তার,
হাওর পরিস্থিতির সভা হাসি ঠাট্টায় করে পার |
ত্রাণ তালিকায় নাম করতে অন্তর্ভুক্ত,
নজরানা ধার্য একহাজার টাকা মাত্র !
দলীয় নেতা কর্মীর পকেট ভার,
ধ্বংস করে লক্ষ পরিবার |
স্বপ্নীল:
এলে অবৈধ,অনির্বাচিত সরকারের জামানা,
থাকে কি শাসন আর দুঃশাসনের সীমানা?
মেইন সুইচটা করতেই হবে মেরামত,
দূর করতে বাঁধ ভাঙার সব আলামত |
এলে বেলে নেতা,কর্মী,ঠিকাদার জেলে পুড়ে,
বাঁধ ভাঙা, হাওরের বন্যা রাখা যাবেনা দূরে |
বিদায় করতে হবেই তাবেদার সরকার,
মেইন সুইচটা মেরামতই আসল দরকার |
বিষয়: বিবিধ
৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন