গণতন্ত্রের সংলাপ: হাওড় বিপর্যয়ে পানি সম্পদমন্ত্রী পদত্যাগে প্রস্তুত শুনে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৪৭:২৫ সকাল

স্বপ্নীল: শুনেছ, হাওড়ে বিপর্যয়ে পদত্যাগে আছেন প্রস্তুত,

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ |

কাঙ্খিতা: শুনেই বলেছি বাহ্ বাহ্ বেশ,

এইতো আমার সোনার বাংলাদেশ!

কেমন চমৎকার আমাদের মন্ত্রী মহোদয়,

মন্ত্রিত্বের লোভ ছাড়বেন ভেবে হাওড়ে বিপর্যয়!



স্বপ্নীল: অধীনের শুধু বিনীত নিবেদন,

হবেন না কাজে কথায় নেত্রীর মতন |

মাথায় হিজাব, হাতে তসবিহ নিয়ে,

তার ক্ষমতায় আসা, থাকা দেশ বিকিয়ে |

কাঙ্খিতা: চমকদারী কথার কোনো গামা পালোয়ান,

পারবেনা দিতে হাওড়ের বিপর্যয়ের সমাধান |



স্বপ্নীল: হাওড়ের বিপর্যয় সমাধানে দেশের দরকার,

নেতা, যে পারবে মাথা উঁচু করে কথা বলবার |

যে হাওড়ের বন্যা নিয়ে শুধু ছোট প্রশ্নটা করবে,

বন্যায় ফসল ভাসবে, মাছ, হাঁস, পাখি কেন মরবে?

কাঙ্খিতা: প্রতিরক্ষা চুক্তি হয়, তিস্তা চুক্তি থাকে অধরা,

হাওড়ের জলে মৃত্যু থাকে তেজস্ক্রিয়তায় ভরা !

পদত্যাগের প্রস্তুতিতে আর কত দিন লাগবে,

লাঠি সোটা নিয়ে জনগণ যেদিন জাগবে?



স্বপ্নীল: হাওরের বিপর্যয়ে শুধু পদত্যাগে প্রস্তুত থেকে দিন, মাস

মাননীয় মন্ত্রী, করবেন না কোটি মানুষের আরো সর্বনাশ |

কাঙ্খিতা: এটাই আপনার বিদায় নেবার শুভ লগ্ন,

প্লিজ বিদায় হোন, না থেকে নেত্রী পূজায় মগ্ন !

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382819
২৯ এপ্রিল ২০১৭ সকাল ১০:২৭
হতভাগা লিখেছেন :
লাঠি সোটা নিয়ে জনগণ যেদিন জাগবে?


০ জনগণ কাকে আনতে লাঠি সোটা নিয়ে জাগবে ?

আনতে না পারলে কিন্তু মাইর বিভিন্ন দিক দিয়ে খাবে । ৫০ লাখের বিরুদ্ধে মামলা হবে , গ্রামগুলো হয়ে যাবে পুরুষশূন্য এবং অপারেশন ''টোয়াইলাইট'' বা ''ইগল হান্ট'' ও ওখানে সেট করা হতে পারে।

জনগণ কে নিয়ে এতটা কনফিডেন্ট হওয়া মনে হয় ঠিক না , কারণ এদেরকে সহজেই বায়াসড করা যায় ।
৩০ এপ্রিল ২০১৭ রাত ১২:২০
316296
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ | মনে হচ্ছে আপনি কবিতাটা মনোযোগ দিয়ে পড়েছেন | হ্যা, আমি জানি কাজটা কঠিন | কিন্তু আমি আমি আশাবাদী | যতই যা হোক একটা শান্তিপূর্ণ বিপ্লবে দেশে গণতন্ত্র আবার প্রতিষ্ঠা পাবে সেই স্বপ্ন আমি অনেকই দেখি | কোনো সামরিক বাহিনী আসার দরকার নেই | কোনো বিদেশী হস্তক্ষেপের দরকার নেই | জনগণের একটা বিপ্লব দিয়ে হোক সেই পরিবর্তন | আজ না হয়, আগামীকাল হোক | নইলে আরো কিছদিন পর | তবুও আজকের এই অপদার্থ দেশ বিক্রি করা সরকারের মতো আর কেউ যেন দেশে না আসে সেই চাওয়া নিয়েই এই দিনগুলো পাড় করি |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File