গণতন্ত্রের সংলাপ: হাওড় বিপর্যয়ে পানি সম্পদমন্ত্রী পদত্যাগে প্রস্তুত শুনে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৯ এপ্রিল, ২০১৭, ০৯:৪৭:২৫ সকাল
স্বপ্নীল: শুনেছ, হাওড়ে বিপর্যয়ে পদত্যাগে আছেন প্রস্তুত,
পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ |
কাঙ্খিতা: শুনেই বলেছি বাহ্ বাহ্ বেশ,
এইতো আমার সোনার বাংলাদেশ!
কেমন চমৎকার আমাদের মন্ত্রী মহোদয়,
মন্ত্রিত্বের লোভ ছাড়বেন ভেবে হাওড়ে বিপর্যয়!
স্বপ্নীল: অধীনের শুধু বিনীত নিবেদন,
হবেন না কাজে কথায় নেত্রীর মতন |
মাথায় হিজাব, হাতে তসবিহ নিয়ে,
তার ক্ষমতায় আসা, থাকা দেশ বিকিয়ে |
কাঙ্খিতা: চমকদারী কথার কোনো গামা পালোয়ান,
পারবেনা দিতে হাওড়ের বিপর্যয়ের সমাধান |
স্বপ্নীল: হাওড়ের বিপর্যয় সমাধানে দেশের দরকার,
নেতা, যে পারবে মাথা উঁচু করে কথা বলবার |
যে হাওড়ের বন্যা নিয়ে শুধু ছোট প্রশ্নটা করবে,
বন্যায় ফসল ভাসবে, মাছ, হাঁস, পাখি কেন মরবে?
কাঙ্খিতা: প্রতিরক্ষা চুক্তি হয়, তিস্তা চুক্তি থাকে অধরা,
হাওড়ের জলে মৃত্যু থাকে তেজস্ক্রিয়তায় ভরা !
পদত্যাগের প্রস্তুতিতে আর কত দিন লাগবে,
লাঠি সোটা নিয়ে জনগণ যেদিন জাগবে?
স্বপ্নীল: হাওরের বিপর্যয়ে শুধু পদত্যাগে প্রস্তুত থেকে দিন, মাস
মাননীয় মন্ত্রী, করবেন না কোটি মানুষের আরো সর্বনাশ |
কাঙ্খিতা: এটাই আপনার বিদায় নেবার শুভ লগ্ন,
প্লিজ বিদায় হোন, না থেকে নেত্রী পূজায় মগ্ন !
বিষয়: বিবিধ
৮২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ জনগণ কাকে আনতে লাঠি সোটা নিয়ে জাগবে ?
আনতে না পারলে কিন্তু মাইর বিভিন্ন দিক দিয়ে খাবে । ৫০ লাখের বিরুদ্ধে মামলা হবে , গ্রামগুলো হয়ে যাবে পুরুষশূন্য এবং অপারেশন ''টোয়াইলাইট'' বা ''ইগল হান্ট'' ও ওখানে সেট করা হতে পারে।
জনগণ কে নিয়ে এতটা কনফিডেন্ট হওয়া মনে হয় ঠিক না , কারণ এদেরকে সহজেই বায়াসড করা যায় ।
মন্তব্য করতে লগইন করুন