হাওরের দুর্গত বন্যা পরিস্থিতি ও সরকারের তাবেদারী
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ এপ্রিল, ২০১৭, ০৭:২৫:২৮ সন্ধ্যা
মন্ত্রী পরিষদে গতকাল নিয়ে হাওরের বন্যা পরিস্থিতি,
হয়েছে আলোচনা,প্রধানমন্ত্রীর ছিল গুরুত্বপূর্ণ উপস্থিতি |
প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ ক্ষয় ক্ষতির পরিসংখ্যান শুনে,
কারা ছড়ায় এই সব তথ্য কিছুই না জেনে!
বসত বাড়ি,ফসল,হালের বলদ সব গেছে ভেসে বন্যায়,
পরিস্থিতি দুর্গত ঘোষণা আটকে গেছে আমলাতন্ত্রের যন্ত্রনায় !
দেশের দুর্যোগ ও ত্রাণ সচিব জনাব শাহ কামাল,
জানিনা কোনো তরলে ছিলেন নাকি বেসামাল !
হাওর এলাকা দুর্গত ঘোষণার দাবি করেছেন যারা
জ্ঞানহীন বলেছেন সচিব তাদের,দেখিয়ে আইনের ধারা |
আইন দেখিয়ে বলেছেন কোনো এলাকা দুর্গত,
ঘোষিত হবে যদি জনসংখ্যার অর্ধেক হয় নিহত!
সুনামগঞ্জে হাওর এলাকায় মরেনিতো একটিও ছাগল!
তবুও দুর্গত ঘোষণার দাবি, দেশ প্রেমহীন সব পাগল |
হাওরের জলে তেজস্ক্রিয়তা নেই, নেইকোনো ভারত সংযুক্তি,
ক্ষতি পূরণের দাবি নেই, তাঁবেদারিতেই সরকার খোঁজে মুক্তি |
বাঁধ ভেঙে বন্যায় না হয় ঘর বাড়ি,মাঠের ফসল ভাসবে,
কোনো প্রশ্ন নেই মাছ,পশু, পাখি মরবে কেন তবে?
বন্যার রাজনৈতিক হিসেব গুনে সরকার চায় দিতে ধোঁকা,
হাওরের বন্যায় উল্টায় যদি প্রধানমন্ত্রীর "নূহ নবীর" নৌকা!
বসত বাড়ি, মঠের ফসল, চাষের বলদ হারিয়ে বন্যায়,
হাওরের জল লোনা হলো বুঝি কোটি মানুষের কান্নায় |
তবুও হাওর জলে ইউরেনিয়াম নিয়ে মন্ত্রী পরিষদে হয় অট্টহাস্য,
হায়, এমনই আমাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী,সব সংসদ সদস্য!
হাওরে বিষ ক্রিয়ার প্রমাণ ঢাকতে মরিয়া হয়েছে সরকার,
দেশের স্বার্থ ক্ষুন্ন করেও তাবেদারী করাই বেশি বেশি দরকার !
ভোটারশূন্য নির্বাচনের মন্ত্রী, প্রধানমন্ত্রী,সাংসদ চালালে সরকার,
তাবেদারী ছেড়ে জনগণের কান্না শোনার দায় থাকেনাতো আর!
বিষয়: বিবিধ
৮৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন