হাওড়ের জলে মৃত্যু আর ইউরেনিয়াম উপাখ্যান
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৪ এপ্রিল, ২০১৭, ০২:৩৬:২৭ রাত
হাওর বাওড় শুকনো থাকলেও দেয় গালি,
হাওরে বন্যা এলো, তবুও দোষ খোঁজে খালি |
যত দোষ নন্দ ঘোষ,
কবে যে বলবে সরকার নির্দোষ!
ভাটির দেশে বন্যা প্লাবন,
বেছে হবে আষার,শ্রাবন?
মরেছে কিছু মাছ,আর পশু পাখি
তা নিয়ে কত কথা, কত বুজরুকি!
ইউরেনিয়াম থাকবে খনির অতলে,
তাও খুঁজে পায় দুর্জন হাওরের জলে!
শীতলক্ষ্যায় ডুবে ছিল সাতটি লাশ, হাতে হাতকড়া,
তবুও করেনি কেউ ইউরেনিয়াম পাবার মশকরা!
হাঁস-মাছ, পশু পাখিরই না হয় গিয়েছে প্রাণ,
মানুষের জীবনহানির নেই কোনোই প্রমান |
ডঃ দিলীপ সাহা, সদস্য,পারমাণবিক শক্তি কমিশন,
ভারত তাঁবেদার, করেছেন আওয়ামী বিশ্লেষণ !
ধান পচে অ্যামোনিয়া গ্যাসের বিষে হয়েছে এই বিপর্যয়,
জলজ প্রাণী মরবে তবে,পাখি কেন বলেননি সাহা মহাশয় !
বিনা পরীক্ষায় বলেছেন হাওরের পানি ইউরেনিয়াম মুক্ত,
তবুও কেন করবে সবাই দেবতাকে শুধুই ভুল অভিযুক্ত!
ষড়যন্তের নির্বাচনে বসিয়েছে ক্ষমতার প্রাসাদে,
ভোটারশূন্য নির্বাচনও ভরেছে দেবতা স্বীকৃতির প্রসাদে |
পশুর মৃত্যু,ফসল হানিতেই দেবতার বিরুদ্ধে কে করে যুদ্ধ ঘোষণা?
দেবতা না হয় মেরেছেই কলসির কানা, তাই বলে প্রেম দেবোনা !
বিষয়: বিবিধ
৭১২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পানি চাইলাম , পাইলাম ইউরেনিয়াম > সেখান থেকে ইলেকট্রিসিটি !
হাসুবু দূরদর্শিতায় বাংলাদেশের যে কারও চেয়ে এগিয়ে।
মন্তব্য করতে লগইন করুন