তেতুল হুজুর, প্রধানমন্ত্রী আর ফাটাকেষ্টর বয়ান
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ এপ্রিল, ২০১৭, ০৮:৩৫:৪৩ রাত
আজকের উৎসবে সাজা নবর্ষের রাতে,
ফাটাকেষ্টকে নিয়ে চাইনি কিছু বলতে |
তবুও দেশের মন্ত্রী ওবায়দুল কাদের,ফাটাকেষ্ট
কথা বলেই হয়েছেন যিনি প্রায় বীরশ্রেষ্ঠ !
তার কিছু বিবৃতি পরে অনলাইন পত্রিকায়,
মন ভরে গেছে কিছু না বলা জিজ্ঞাসায় |
বলেছেন,"দেশ চালাতে হবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে",
হককথা, স্বৈরাচারের ক্ষমতা যেন না যায় কেঁচে |
জনগণের আবেগ-অনুভূতি করে অস্বীকার,
বলেছেন, "চালানো যায় না দেশের কোনো সরকার"|
তাই যতই বলুক প্রধানমন্ত্রী অতীতে তেতুল,
তাদের কথা মানতে এখন তিনি মোমের পুতুল !
ধর্ম নিরপেক্ষতার মুখে দিয়ে ঝাঁটার বাড়ি ,
থেমিস দেবীর মূর্তি সরাতে হবে তাড়াতাড়ি !
নইলে আসছে নির্বাচনে নিশ্চিত পরাজয়,
ক্ষমতা ছাড়লে এতো তাড়াতাড়ি কেমন হয় !
একই কথা যখন বলেছে বিরোধী দল,মানুষ ধর্মপ্রাণ,
পেয়েছে জঙ্গি আখ্যা, জেল জুলুমে হয়েছে কত হয়রান !
নেই কোনো কিন্তু, তেতুল হুজুর হলে প্রধানমন্ত্রীর সঙ্গী,
খালেদা জিয়া সঙ্গী হলেই নির্ঘাত হয়ে যাবে আজ জঙ্গি !
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন