তেতুল হুজুর, প্রধানমন্ত্রী আর ফাটাকেষ্টর বয়ান

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ এপ্রিল, ২০১৭, ০৮:৩৫:৪৩ রাত

আজকের উৎসবে সাজা নবর্ষের রাতে,

ফাটাকেষ্টকে নিয়ে চাইনি কিছু বলতে |

তবুও দেশের মন্ত্রী ওবায়দুল কাদের,ফাটাকেষ্ট

কথা বলেই হয়েছেন যিনি প্রায় বীরশ্রেষ্ঠ !

তার কিছু বিবৃতি পরে অনলাইন পত্রিকায়,

মন ভরে গেছে কিছু না বলা জিজ্ঞাসায় |

বলেছেন,"দেশ চালাতে হবে রিয়েলিস্টিক অ্যাপ্রোচে",

হককথা, স্বৈরাচারের ক্ষমতা যেন না যায় কেঁচে |

জনগণের আবেগ-অনুভূতি করে অস্বীকার,

বলেছেন, "চালানো যায় না দেশের কোনো সরকার"|

তাই যতই বলুক প্রধানমন্ত্রী অতীতে তেতুল,

তাদের কথা মানতে এখন তিনি মোমের পুতুল !

ধর্ম নিরপেক্ষতার মুখে দিয়ে ঝাঁটার বাড়ি ,

থেমিস দেবীর মূর্তি সরাতে হবে তাড়াতাড়ি !

নইলে আসছে নির্বাচনে নিশ্চিত পরাজয়,

ক্ষমতা ছাড়লে এতো তাড়াতাড়ি কেমন হয় !

একই কথা যখন বলেছে বিরোধী দল,মানুষ ধর্মপ্রাণ,

পেয়েছে জঙ্গি আখ্যা, জেল জুলুমে হয়েছে কত হয়রান !

নেই কোনো কিন্তু, তেতুল হুজুর হলে প্রধানমন্ত্রীর সঙ্গী,

খালেদা জিয়া সঙ্গী হলেই নির্ঘাত হয়ে যাবে আজ জঙ্গি !

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382678
১৪ এপ্রিল ২০১৭ রাত ০৯:০৯
হতভাগা লিখেছেন : তেঁতুল হুজুরকে হাসুবু ভালই মজা চাখাবেন
১৪ এপ্রিল ২০১৭ রাত ০৯:২৯
316199
কাব্যগাথা লিখেছেন : কতটুকু মজা চাখাবেন বা আদৌ চাখাবেন কিনা আমি জানিনা কিন্তু সরকারের প্রকাশ্য দ্বিচারিতা আর লাম্পট্য অবিশ্বাস্য | বিরোধী দল কওমীদের সাথে গেলেই জঙ্গি আর তারা গেলে সাধু | আর আমাদের কওমী আলেমদের কথা শুনে মনে হচ্ছে সরকার ইসলামের সব জঞ্জাল এক কওমী মাদ্রাসার স্বীকৃতি দিয়েই পরিষ্কার করে ফেলেছেন ! চাকুরীর ক্ষেত্রে কওমী মাদ্রাসার সাফল্য নির্ভর করবে কত দক্ষ ছাত্র এখান থেকে বের হচ্ছে তার উপর | আমাদের ভার্সিটিগুলোর যেমন অবস্থা ! মাস্টার্স পাশ করেও ছাত্র-ছাত্রীরা এক কলম ইংরেজি লিখতে পারেনা, একটা এপ্লিকেশন লিখতে পারে না শুধু করে | তাই শুধু সার্টিফিকেট পাবার সুযোগ থাকলেই কিছু হবে না | পড়াশোনার মানটাও ভালো রাখতে হবে | আমার শুধু ভয়, সামনের নির্বাচনে কওমীদের সমর্থন যদি আওয়ামীলীগ পায় তবে ক্ষমতায় যাওয়ার পর আরেকটা শাপলা চত্বর না ঘটিয়ে দেয় ভারতের সমর্থন টিকিয়ে রাখার জন্য |অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |নবর্ষের শুভেচ্ছা নিন |
১৪ এপ্রিল ২০১৭ রাত ০৯:৩৯
316200
হতভাগা লিখেছেন : বাংলাদেশের পলিটিক্সে ট্রিক্সের অভাব নেই । তারাই বেশী সফলকাম যাদের চাপার জোর বেশী । চাপার জোরে তারা নিজেদের পল্টিবাজিকে জন গনের কাছে গ্রহনযোগ্য হিসেবে পেশ করে । আর জনগনকে বিশ্বাস করানোর কাজ করে মিডিয়া।
১৫ এপ্রিল ২০১৭ রাত ০৩:০৭
316201
কাব্যগাথা লিখেছেন : আপনার কথার সাথে একমত সবারই হতে হবে | ধন্যবাদ |
382686
১৫ এপ্রিল ২০১৭ সকাল ০৮:১৪
চেতনাবিলাস লিখেছেন : দারুণ লিখেছেন জনাব। ধন্যবাদ।
১৫ এপ্রিল ২০১৭ সকাল ০৯:৪৪
316204
কাব্যগাথা লিখেছেন : শুভ নববর্ষ|কবিতা পড়ার আর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ|
382705
১৫ এপ্রিল ২০১৭ বিকাল ০৪:৫১
কুয়েত থেকে লিখেছেন : বিরোধী দল কওমীদের সাথে গেলেই জঙ্গি, আর তাহারা গেলে সাধু আমাদের অনেক পাক্কা ঈমানদারেরা মনে করছেন সরকারের সাথে তাহারা হুদাইবিয়ার সন্ধি করেছেন। অনেক ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৬
316210
কাব্যগাথা লিখেছেন : অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করার জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File