আজকের পহেলা বৈশাখ উৎসব
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ এপ্রিল, ২০১৭, ০৩:৪৬:২৬ রাত
একটা সময় ছিল বেশ আগে,
নিখাদ আনন্দ ছিল পহেলা বৈশাখে |
হতো হালখাতা, মিষ্টি মুখ,
আশায় নতুন বছরের সুখ |
নববর্ষের সব আয়োজন,
ছিল জীবনেরই প্রয়োজন |
ছোট বড় ব্যবসায়ী, দোকানদার,
সবার দরকার ছিল হালখাতার |
সেই একই বাংলাদেশে,
এখনো পহেলা বৈশাখ আসে |
পরিবর্তন হয়েছে তার,
উদযাপনে ভীষণ মাত্রার |
দেব-দেবীর মুখোশে এখন নববর্ষের উদযাপন,
কে জানে কার ইচ্ছায় হলো এই উৎসব প্রবর্তন?
আজকে রমনার বট মুলে,
রবিবাবুর গানে সুর তুলে
এদেশে যে পহেলা বৈশাখ হচ্ছে পালন,
তাতে কি হয় দেশের সংস্কৃতির লালন?
আজ এই পহেলা বৈশাখ বিজাতীয় উৎসব,
দেশের ইতিহাস সংস্কৃতির নেই সংশ্রব |
বাঘ-সিংহের মুখোশ ঢাকা বাদ্যের তালে
মঙ্গল যাত্রায়, নববর্ষের ইতিহাস কি মেলে?
এখন পহেলা বৈশাখের উৎসব,
ইলিশ পান্তা খাবার মচ্ছব |
জোটেনা কত মানুষের ইলিশ বছরে একটিও দিন,
সেই ইলিশে হলো পহেলা বৈশাখের উৎসব বিলীন !
বাংলাদেশে পহেলা বৈশাখের ঐতিহ্য সাজ,
বটমূলে, মঙ্গল যাত্রায় নির্বাসিত আজ |
বাধ্যতামূলক এই মঙ্গল শোভাযাত্রা মন মানেনা,
দেবতা মূর্তি নিয়ে বৈশাখী উৎসব আমার অচেনা |
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পহেলা বৈশাখে শুধুই ভাল+ভাত+পিঁয়াজ+টালা মরিচ আইটেমটা আনলে কেমন হয় ?
এটা বাংলাদেশের আপামর জন সাধারণেরা পান্তা ইলিশের চেয়ে ভালই মেইনটেইন করে যেতে পারবে।
এই বৈশাখের প্রাক্কালে ইলিশ ৪০০০০ টাকা হালি বিকিয়েছে কোথাও কোথাও যা কি না বাংলাদেশের কোন এক জায়গার ১০ কাঠা জমির দামের সমতূল্য!
মন্তব্য করতে লগইন করুন