গণতন্ত্রের সংলাপ: প্রধানমন্ত্রীর ভারত সফরের সুরতহাল

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১২ এপ্রিল, ২০১৭, ১১:৪০:৩৭ রাত

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

স্বপ্নীল: বিবিসি বাংলায় বহুদিন পর সত্য গুঞ্জন,

করেছেন সাবেক রাষ্ট্রদূত বাবু পিনাক রঞ্জন |

কাঙ্খিতা: পিনাক বাবু অনেক দিনতো আড়ালে আড়ালেই ছিলেন,

ভারতপোষ্য আওয়ামিতষ্য কি বলে বেড়িয়ে এলেন?

স্বপ্নীল: সরকারের সফল সফরের আস্ফালন,

বিপরীতে শুনেছ কি পিনাক বাবুর বিশ্লেষণ ?

কাঙ্খিতা: কি বলেছে আবার সে,

কার মুখে দিলেন ধামা ঘষে?

স্বপ্নীল:সফরে দাবি দাওয়ার কিছুই পূরণ হয়নি,

তবুও নেত্রীর মতে "হতাশ হবার মতো কিছু ঘটেনি!"

আমাদের দাবি দাওয়া যতই থাকুক বাকি,

সুবন্ধু ভারত দাবি পূরণে যতই দিক ফাঁকি |

পিনাক বাবুর চুক্তির সুরতহালে আমি হইনি হতবাক,

বলেছেন, সফরে ভারতের আশা পূরণ নব্বুই ভাগ |

কাঙ্খিতা: কে বলে তিনি দেন আলেম ওলামা মারার হুকুম?

দেবতাকে দিতে প্রধানমন্ত্রী ঠিক যেন গলিত কুসুম!

স্বপ্নীল: চীন বাংলাদেশ সম্পর্কোন্নয়নে ভারতের ছিল ভয়,

প্রতিরক্ষা চুক্তিতে তাও হয়েছে সর্বাংশে নিরাময় |

বাংলাদেশের প্রতিরক্ষা বিষয়ে ভারসাম্য,

রাখতে মোদিবাবুর হারাম সব কাজকম্য |

তাই প্রতিরক্ষা চুক্তির মহাসড়কে,

স্বাধীনতা ঢুকেছে ভারতীয় মোড়কে |

কানেক্টিভিটি, ট্রেন, ট্রেডসহ যা ছিল প্রত্যাশা,

চুক্তিতে ভারত পেয়েছে বেশি করেছিল যা আশা |

কাঙ্খিতা: আমাদের মূল দাবি দাওয়া পূরণের কি হলো?

স্বপ্নীল: তিস্তা আলোচনার পথতো সামনে খোলাই রইলো!

বিষয়: বিবিধ

৭৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File