গণতন্ত্রের সংলাপ: বাংলাদেশ-ভারত সম্পর্ক
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১১ এপ্রিল, ২০১৭, ০৯:৪০:১৩ রাত
(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)
স্বপ্নীল: সুসম্পর্কের একটা ধারণা দাও |
কাঙ্খিতা: বল, ঠিক কি জানতে চাও?
স্বপ্নীল: সংজ্ঞা দিতে পারো থাকলে জানা,
প্রধান বৈশিষ্ঠ্যও বলতে পারো, নেই মানা |
কাঙ্খিতা: চাওয়া পাওয়া বুঝবে দুজন দুজনের,
সম্পর্কটা হবে না দাস-মনিব ধরণের |
ছাড় দিতে পিছুবে না অন্যের প্রয়োজনে,
নিজের ইচ্ছে চাপাবে না বিনা কারণে |
থাকলে এ’ মনোভাব দুজনের ব্যবহারে,
সুসম্পর্ক আছে বলা যেতে পারে |
স্বপ্নীল: ভারতের সাথে সম্পর্ক কি তবে,
সুসম্পর্কের সংজ্ঞায় পরবে?
কাঙ্খিতা: মনে হয় না পড়া উচিত |
স্বপ্নীল: তুমি কি একেবারে নিশ্চিত?
কাঙ্খিতা: হ্যা, প্রধানমন্ত্রীর সফর হলো আয়োজন,
পূরণ হলো কি যা ছিল সবচেয়ে প্রয়োজন?
তিস্তা চুক্তি ছিল দরকারি জীবন মরণ,
তা করতে ভারত করেনি কোনো কথা উচ্চারণ |
স্বপ্নীল: তিস্তা চুক্তিতে জড়িত লাখো মানুষের জীবন জীবিকা,
অপূর্ণ তিস্তা চুক্তি, তবুও ভারত যেন সরকারের কৃষ্ণের রাধিকা !
কাঙ্খিতা: তার যা যা ছিল নিজস্ব দাবি,
করায় গন্ডায় আদায় করেছে সবই |
এ সম্পর্ক দাস আর মনিবের,
এ সফর নিয়ে নেই কিছু গর্বের |
স্বপ্নীল: এক পক্ষ পেয়েছে সবই চাওয়ার,
অন্য পক্ষ পায়নি কিছুই দাবি দাওয়ার !
কাঙ্খিতা: ব্যর্থ দাবি আদায়ে, বুঝিনা তবুও সরকার,
দু দেশের সুসম্পর্ক দাবি করছে কেন বারবার?
স্বপ্নীল: ক্ষমতায় টিকতে মনিবের সাহায্য দরকার,
স্বার্থ আদায়ে তাবেদার নেবে না ঝুঁকি ক্ষমতা হারাবার |
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন