প্রধানমন্ত্রীর হাস্যকর ভারত সফর
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৮ এপ্রিল, ২০১৭, ০৯:৪৭:২৪ রাত
ত্রিশ কেজি ইলিশসহ ভারত যাত্রায়,
প্রধানমন্ত্রীর সফর পৌঁছেছে নতুন মাত্রায়!
অপ্রকাশ্য কিছু গিফট যদিও নিয়েছেন,
সম্পর্ক উন্নয়নে দাউ মেরেছেন !
জননেত্রী, বাংলাদেশ গরবিনী,
তার জন্য সফরে তৈরী বত্ৰিশ রাঁধুনি !
বিরল সন্মান পেয়েছেন নেত্রী,
রাষ্ট্রপতি ভবনে থাকছেন রাত্রি!
প্রটোকল ভাঙা অভ্যর্থনা পেয়েছেন,
মোদী বাবুর সাথে ফটো তুলেছেন !
সফল সফরের এই বেলা,
বসেছে সমঝোতা চুক্তির মেলা !
বাইশ চুক্তি, সমঝোতা স্বারক ,
নেত্রী সফল কূটনীতির ধারক !
সমঝোতা চুক্তি,স্বারকের বিস্তারিত,
দেখে হতবাক আমি, বিস্ময়ে স্তম্ভিত |
তিনটি স্বারক সেনাবাহিনী সংক্রান্ত,
দেখে শঙ্কায় আজ মন ভারাক্রান্ত |
বিডিআর ভেঙে হয়েছিল অকেজো বিজিবি,
সেনাবাহিনীও হবে বুঝি তেমনি হাবিজাবি !
যে দেশে মানুষ খোলা মাঠে সাড়ে প্রাতঃকৃত্য,
তার সাথে চুক্তি পরমাণু সম্পর্কিত !
দেশের সাইবার নিরাপত্তা পেতেও হয়েছে চুক্তি,
কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তায় ছিল যেন কোন ব্যক্তি?
চুক্তিতে আছে সীমান্তে হবে দু'দেশের হাট স্থাপন,
জবাব নেই কেন সীমান্তে নিহত নিরীহ জনগণ ?
হাস্যকর বিষয় নিয়ে হাস্যকর চুক্তি স্বাক্ষর,
জীবন মরণ তিস্তা নিয়ে চুক্তিতে নেই একটিও অক্ষর !
শত মোসাহেবসহ এই প্রমোদ যাত্রায়,
দেশের বিক্রি হয়েছে নতুন মাত্রায় |
অভ্যর্থনায় মোদী ভেঙেছেন প্রটোকল,
তিস্তায় ছাড় তবুও দেয়নি এক ফোঁটা জল !
দু'দেশের সম্পর্ক নাকি সোনায় মোড়ানো,
গণতন্ত্র আর স্বৈরাচার বাহ্ কেমন জড়ানো !
গণতন্ত্রের দাবিদার মোদি বাবু চুক্তি, স্বারকে,
স্বৈরাচার টেকাতে মরিয়া গণতন্ত্রের মোড়কে |
যে দেশের কোটি মানুষ পায়না খেতে,
প্রতিদিন কাটায় নিয়ে চরম অনাহার,
সে দেশ মরিয়া কোটি ডলার ঋণ দিতে
বাঁচাতে তাবেদার স্বৈরাচারী সরকার |
প্রধানমন্ত্রী তার সাথে আজ ও আগামীকাল,
ক্ষমতা বাঁচাতে বুনবেই হাস্যকর চুক্তির জাল |
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন