গণতন্ত্রের সংলাপ: প্রতিরক্ষা চুক্তির ফানুস
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ এপ্রিল, ২০১৭, ০৮:২৭:৪৫ রাত
(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)
স্বপ্নীল: ধরো, তুমি আমার বন্ধু আত্মার |
কাঙ্খিতা: 'ধরো' কেন, আমি কি বন্ধু নেই আর?
স্বপ্নীল: বলতে চেয়েছিলাম অন্য কথা,
তার মাঝেই দিলে বাঁধা!
'রক্ত সম্পর্কের' বন্ধনে আবদ্ধ হলে দুই সরকার,
বন্ধুর সাথে প্রতিরক্ষা চুক্তির আছে কি দরকার?
কাঙ্খিতা: দরকার অবশ্য নেই, বলতেই হবে |
স্বপ্নীল: কেন এই প্রতিরক্ষা চুক্তি তবে?
কাঙ্খিতা: মনে হয় নেই বড় কোনো যুক্তি,
শর্তের বেড়া জালে করা এই চুক্তি |
স্বপ্নীল: প্রতিরক্ষা চুক্তি ন্যাটোর হতে পারে, দরকার
রাশিয়ার হাত থেকে ইউরোপ বাঁচাবার |
জাপান করতে পারে আমেরিকার সাথে চুক্তি,
চীনের আক্রমণ থেকে পেতে মুক্তি |
দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা চুক্তি করবে না হতে খুন,
চুক্তি কে করবে না, থাকলে উত্তরেই কিম জং উন?
দেশের তিন দিকের সীমান্তে রক্ত সম্পর্কের জ্ঞাতি,
কার থেকে বাঁচতে নেবো আমরা প্রতিরক্ষার প্রস্ততি?
এ কেমন বন্ধু তবে অচল অস্র পাতি গছিয়ে দিতে,
পাঁচশো মিলিয়ন ডলার প্রতিরক্ষা চুক্তির ফাঁদ পাতে ?
কাঙ্খিতা: প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের লাভ হবে কি আর?
স্বপ্নীল: বিদায় রাগিনী বাজে বুঝি সার্বভৌমত্ব হারাবার |
ক্ষমতা টেকাই আর প্রতিরক্ষা চুক্তির ফানুস উড়াই,
ভয় হয়, সব হারিয়ে কবে যেন ভুটান বা সিকিম হয়ে যাই !
বিষয়: বিবিধ
৭২৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে পশ্চিমে আমরা যেতে এক পায়ে খাড়া সেই পশ্চিমের লোকদের বাংলাদেশকে চেনাতে হয় ভারতের পাশে ছোট্ট একটা দেশ হিসেবে।
মন্তব্য করতে লগইন করুন