গণতন্ত্রের সংলাপ : কুমিল্লা নির্বাচন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৩ এপ্রিল, ২০১৭, ০৬:০৫:৪৯ সন্ধ্যা
(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)
কাঙ্খিতা: কিছু বলো, এই যে পাবলিক পলিসির ছাত্র,
কুমিল্লা নির্বাচনের রেজাল্ট হলো মাত্র |
কুমিল্লার এই মেয়র নির্বাচন,
দিলো কি কোনো বিজ্ঞাপন ?
স্বপ্নীল : কিছু ঝামেলায় সময় হলো পার,
শুনিনি কে জিতলো, হার হলো কার?
কাঙ্খিতা: প্রধানমন্ত্রীর নাকি নূহ নবীর নৌকা?
ডুবে গেলো খেয়ে সাকুকের ধাক্কা !
স্বপ্নীল : নির্বাচনী বন্যায় নৌকার হলেও ভরাডুবি,
গণতন্ত্র প্রতিষ্ঠায় এ 'বিজয় দরকার ছিল খুবই |
কাঙ্খিতা: কুমিল্লার এই নির্বাচন,
আনবে কি কোনো পট পরিবর্তন?
স্বপ্নীল : মনে হচ্ছেনা এই নির্বাচনী হার,
শিখিয়েছে নতুন কিছু আর|
কাঙ্খিতা: তা কেন বলছো ,
নির্বাচনের রায় তো স্পষ্ট ?
স্বপ্নীল : ফাটা কেষ্ট মন্ত্রী বলছে দল হারলেও এবার,
সুষ্ঠু আয়োজনের জয় পেয়েছে সরকার !
বদ্ধ কেন্দ্রে ভোট চুরি, পাশে পুলিশ দাঁড়িয়ে,
সব জেনেও কেষ্ট বাবু তবু যেতে চান এড়িয়ে |
দেশ ভরা নাকি উন্নয়ন,সুশাসন,গণতন্ত্র !
শুধু অজানা থেকে যায় জনগণের ময়না তদন্ত |
কাঙ্খিতা: সামনে কিভাবে সামাল দেবে সরকার?
স্বপ্নীল : নির্বাচনের পরাজয়ে আলামত হয়েছে পরিষ্কার |
চিটাগাং বন্দর ব্যবহারে হয়েছে শুল্ক মুক্তি,
মুখে যাই বলুক এবার হবে হয়তো প্রতিরক্ষা চুক্তি |
নির্বাচন কবে হবে, কি হবে জানিনা,
ক্ষমতা বাঁচাতে বিক্রি হবে দেশের প্রতি ইঞ্চি সীমানা |
জনগণ দিয়েছে ময়নাতদন্তের রায়,
স্বৈরাচার তাই দেশ বিক্রির চুক্তিতে বাঁচতে চায় |
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মন্তব্যে পেলাম কবিতা লেখার সুখ
উজ্জ্বল এই দিনে হলো উজ্জ্বল কবির মুখ |
অনেক ধন্যবাদ আপনাকেও|
জানে না যে এসবে যায় না যে ক্ষমতা
বুদ্ধিতে হাসুবু দেশ সেরা কারিগর
হার নে জিতওয়ালো কো ক্যায় তা হে বাজিগর।
একে একে জিতে তারা পড়লো যে ঝামেলায়
পারলো না বসতে ফেঁসে গেল মামলায়
সাক্কুরও এই গতি হবে যে তা বোঝা যায়
বিএনপি পড়ে গেছে আজ মহা ঝামেলায়
গণতন্ত্রের পথ কণ্টকাকীর্ণ,বন্ধুর
র্যাব,পুলিশের গুম, খুনে ভরপুর |
স্বাধীনতা রাখতে,গণতন্ত্রের কথা বলতে,
বন্ধুর সেই পথে তবুও জানি হবে চলতে |
মন্তব্য করতে লগইন করুন