দেবতার সাথে কথোপকথন
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ এপ্রিল, ২০১৭, ০৭:১৭:০০ সন্ধ্যা
-- হে দেবতা, চাপালে কাঁধে কি স্বৈরাচার?
স্বাধীনতায় সাথে ছিলে,এখন কেন এই ব্যবহার?
দেশে বিদেশে গণতন্ত্রের জয় জয়কার,
অভাগার দেশে বসিয়েছো এই তাবেদার!
চাপালে পাঁচ পার্সেন্ট ভোট পাওয়া এই সরকার?
এতো মনের, মুখের ভাষা বোঝেনা আমার!
-- বৎস, বোঝোনি গণতন্ত্রের কি অভিশাপ?
বুঝেছে আমেরিকা পেয়ে প্রেসিডেন্ট ট্রাম্প!
র্যাব,পুলিশ দিয়ে না হয় হবে কিছু হয়রানি,
মিডিয়া,সংবাদপত্র না হয় খাবে চোখ রাঙানি |
মাহমুদুর রহমান না হয় খাবে পুলিশি তাড়া,
শফিক রেহমান না হয় হবেই দেশ ছাড়া !
না হয় খেতাব দিয়ে আইসিস,জঙ্গি, আল কায়েদা,
নিরপরাধ নেতা কর্মী জেলে পুড়ে নেবে ফায়েদা |
তবু এই স্বৈরাচার শাসনই স্বর্গীয় বরপ্রাপ্ত,
দেবতার অভিলাষ এই শাসনেই রয়েছে সুপ্ত |
হয়ে গেলে প্রতিরক্ষা চুক্তি,
বৎস,পাবে স্বাধীনতাহীন মুক্তি |
-- দেবতা, তুমি আছো ঘিরে তিন দিকে স্থল,
তবে কেন এই প্রতিরক্ষা চুক্তির ছল?
-- বৎস, প্রতিরক্ষা চুক্তিতে সীমান্ত যদি হয় একাকার,
কাটা তারের বেড়ায় ফেলানীর লাশ ঝুলবে কি আর?
সীমান্ত দাগে লাগিয়ে পিলার,
ব্যয় বাড়াবার কি দরকার?
-- হে দেবতা, দাওনা খুলে তিস্তার বাঁধ |
-- বৎস, কেন পড়তে চাও খুলে বন্যার ফাঁদ?
-- নদীগুলো পানিশূন্য, ভরা গহীন বালুর চর!
-- চরইতো হবে চাষবাস, উন্নয়নের ঘর |
বয়ে যাওয়া নদী বন্যায় দুকূল ভাসালে,
কি লাভ হবে, কি সুখ আসবে কপালে?
দেবতার ইচ্ছে পূরণেই এই প্রতিরক্ষা চুক্তি,
বৎস,দেবতা ভক্তিতেই পূজারীর মোক্ষলাভ,হয় মুক্তি |
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন