গণতন্ত্রের সংলাপ - প্রতিরক্ষা চুক্তি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ মার্চ, ২০১৭, ০৬:৫১:২২ সন্ধ্যা

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

স্বপ্নিল: কি করছো বাসায়?

কাঙ্খিতা: ছিলাম ফোনের আশায় |

স্বপ্নিল: কি করলে সারাদিন?

কাঙ্খিতা: বাসায় এসেছে তিন কাজিন |

তাদের তিন মেয়ে, দুই ছেলে

সময় কাটছে হৈচৈ হট্টগোলে |

স্বপ্নিল: করেছো কি প্রতিরক্ষা চুক্তি

কাজিনদের সাথে, পেতে মুক্তি?

কাঙ্খিতা: মাঝে মাঝে তোমার কথা বোঝা দায়,

বুঝিয়ে দাও, নইলে হবে অন্যায় |

স্বপ্নিল: তিন দিকে ঘিরেছে দেশ বন্ধু প্রতিম,

দক্ষিণে উত্তাল সাগর বিসতৃত সীমাহীন |

তবুও প্রতিরক্ষা চুক্তিতে স্বাধীনতা করে হত্যা,

দেশের নাকি লাগবে করতে নিশ্চিত নিরাপত্তা!

তাই বলছি যতই থাকুক কাজিন ঘর ভর্তি,

প্রতিরক্ষা চুক্তিতেই পাবে শুধু মুক্তি |

কাঙ্খিতা: দরজা বন্ধ, তিন দিকে দেয়াল তোলা

বেশতো কাটছে সময় নিঃশঙ্কায় এ'বেলা |

স্বপ্নিল: তোমার কথাই ঠিক,

সেটা হওয়াই স্বাভাবিক |

চার দিকে বন্ধু রাষ্ট্র,সাগর হলে সীমাহীন,

প্রতিরক্ষা প্রশ্ন স্বভাবতই হয়ে যায় অর্থহীন |

স্বাধীনতা হারিয়ে আছে কি নিরাপত্তা দরকার?

ক্ষমতা আঁকড়ে থাকতে বলছে না তা সরকার |



বিষয়: বিবিধ

৯৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File