স্বাধীনতা দিবস, ক্ষমা করো মৌনতার

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৬ মার্চ, ২০১৭, ০৬:৩৫:৪১ সন্ধ্যা

স্বাধীনতা দিবস, তুমি এলে আবার,

জাতীয় স্মৃতি সৌধে ফুলের মালায়

যদি উচ্ছাসে না ভাসি এই অবেলায়,

ক্ষমা করো আমার মৌনতার |

শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার কণ্ঠস্বর,

নয় নয়টি মাসের কঠিন যুদ্ধ মরণপর,

হয়েছে দেশে আজ ব্রাত্য |

ত্যাজ্য করেছি আজ সত্য |

বইতে পারিনা স্বাধীনতার ভার,

খুলে দিয়েছি সীমান্তের দ্বার |

আজ অবৈধ এই সরকার,

ক্ষমতা ঠেকাতে নির্লজ্য তাবেদার |

তিন দিকে ঘিরে আছে দেবতার ঘর,

তবুও দেশে নেই কোনো দেবতার বর |

দেবতা উদ্যত গ্রাসে ছাড়িয়ে লোভের মাত্রা,

সন্তুষ্টি পূজায় দেশ করেছে অন্তর্জলি যাত্রা |

এবার প্রতিরক্ষা চুক্তির বিষনিঃশ্বাসে,

হারাই বুঝি স্বাধীনতাও অবশেষে |

প্রতিরক্ষা চুক্তিতে ম্লান হবেই স্বাধীনতা দিবস উদযাপন,

তোমাকে পাবার যুদ্ধ শপথে উত্তাল তাই এই বীর শ্রেষ্ঠ মন |

দেশ রক্ষায় বীরশ্রেষ্ঠ হবো প্রয়োজনে আরো একবার,

প্রতিরক্ষা চুক্তির দাসত্বে দেশের স্বাধীনতা হারাতে চাইনা আর |

বিষয়: বিবিধ

৭৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File