গণতন্ত্রের সংলাপ: রক্ত সম্পর্ক নয় গড়েছি মনিব-দাসের সম্পর্ক

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ মার্চ, ২০১৭, ০৬:৪৮:১৬ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা: কি ব্যাপার সারাদিন দ্যাখা নেই, ছিলে কই?

স্বপ্নীল:সারা দিনই পড়ছিলাম সোসোলজির এই ভারী বই |

কাঙ্খিতা: কি ব্যাপার সোসোলজির বই নিয়ে সারাদিন?

স্বপ্নীল: হানিফ সাহেব করেছেন আমার বিদ্যে অর্থহীন |

কাঙ্খিতা: প্রধানমন্ত্রীর মুখপত্র!সে আবার কি করলো ?

স্বপ্নীল: তত্ত্বহীন কথাবার্তায় মাথা ধরালো |

সে থাক, বলো রক্তের সম্পর্কটা ঠিক কেমন?

কাঙ্খিতা:

সন্তানের সাথে বাবা-মার সম্পর্কটা যেমন |

এ সম্পর্কে নেই হিসেব দেনা পাওনার,

মা বাবার স্নেহে নেই কিছু কামনার |

স্বপ্নীল:মনিব আর দাসের সম্পর্কে কিছু বলো,

কাঙ্খিতা:

সোসোলজির বইটা খুলি চলো |

এ'রক্তের সম্পর্কের ঠিক উল্টো, বিপরীত,

এ সম্পর্ক গড়া শোষণের উপর করে ভিত |

দাস ঘাম দেবে, শ্রম দেবে উদয়স্ত মনিবের ইচ্ছেয়,

জান দেবে প্রাণ দেবে তবুও পাবেনা মুক্তি স্বেচ্ছায় |

স্বপ্নীল:

সীমান্তের ওপারে গড়েছি যে দেবতা মূর্তি,

তার সাথে আছে কি রক্ত সম্পর্কের যুক্তি?

কাঙ্খিতা:

সোসোলজির এই বিরাট ভারী বই,

তা আর বলছে কই?

স্বপ্নীল:

হানিফ সাহেব বেশ কিছুদিন চুপচাপই ছিলেন,

স্বরূপে বুঝি আবার বেড়িয়ে এলেন |

রক্তের সম্পর্ক দেবতার সাথে সীমান্তের ওপারে

বলেছেন, যতই ঝুলুক ফেলানী কাঁটাতারে |

যতই হোক সীমান্তে হত্যা সাধারণ মানুষ,

তবুও উড়বেই রক্ত সম্পর্কের ফানুস |

স্বাধীন ভূমিতে বিনা শুল্কে চলবে রথ

তবুও ভরেনা দেবতার মনোরথ |

ভূমি দেব, জল দেব স্রোতস্বিনী শুকিয়ে,

তিস্তা চুক্তি তবুও থাকবে ওপারে লুকিয়ে |

তিন দিকে দেবতার পুণ্যভূমি বেষ্টিত এই হতভাগ্য দেশ !

তবুও প্রতিরক্ষা চুক্তিতে স্বাধীনতা করে দিতে চায় নিঃশেষ |

রক্ত সম্পর্ক কই?এতো মনিব-দাস সম্পর্ক ছাড়া কিছু নয়,

মনিব যা চাইবে,করতে হবে তাই দাসের হয়ে নিঃসংশয় |

স্বাধীনতা বেঁচে সীমান্তের ওপারে গড়া সর্বগ্রাসী দেবতার

সাথে, রক্ত নয় দাসের সম্পর্ক গড়েছে তাবেদার এই সরকার |

বিষয়: বিবিধ

১১৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382413
২৫ মার্চ ২০১৭ সকাল ০৮:৪৫
হতভাগা লিখেছেন : হানিফ সাহেব মনে হয় দেশভাগ হবার আগের ভারতীয় উপমহাদেশের কথা বলেছেন । সেই হিসেবে দেখলে হানিফ ও মোদির সাথে রক্তের সম্পর্ক থাকারই কথা ।
২৫ মার্চ ২০১৭ সকাল ০৯:০০
316062
কাব্যগাথা লিখেছেন : হ্যা,ঠিকই বলেছেন|অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File