দরবেশ বাবা সালমান রহমান
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৩ মার্চ, ২০১৭, ০২:৫৪:৫৩ রাত
লক্ষী করে বাণিজ্যে বসত,
বহু শোনা বাংলার লোককথা |
এক দরবেশ হতেই অসৎ,
বাণিজ্য দেশের হয়েছে শোকগাঁথা |
ক্ষমতার উৎস তার সরকারি সঙ্গ,
আবুল মাল মন্ত্রী দেয় তার তদন্তে ভঙ্গ |
নিয়ে সঙ্গী অবৈধ সরকার,
করে জালিয়াতি শেয়ার বাজার |
ব্যাংক লোন হাজার কোটি টাকা অনাদায়ী,
তবুও সেই নাকি দেশের শীর্ষ ব্যবসায়ী!
হুরুন গ্লোবাল এক চীনে কোম্পানি,
করেছে লিস্টি নিয়ে বিশ্ব শীর্ষ ধনী |
সে লিস্টে আমাদের দরবেশ, সালমান রহমান,
হাজার কোটি টাকার মালিক হয়ে পেয়েছেন স্থান!
গরিব দেশে এক বেলা খাবার জোটে কি জোটেনা,
সে দেশের ব্যবসায়ীর এতবড়ো সম্মাননা!
খবর প্রাপ্তিতে চোখ মুখ খুশিতে হয়েছে ঝলমলে,
নিরস আনু মোহাম্মদ স্যার দিলেন তাতে জল ঢেলে !
মনে করিয়ে দিয়েছেন দরবেশের অতীত কীর্তি তিক্ত,
শেয়ার বাজার লুট, অনাদায়ী ব্যাংক লোনে অভিযুক্ত |
হুরুন গ্লোবালের শীর্ষ ধনী লিস্টি,
দরবেশের লাগেনি এতটুকু মিষ্টি |
সবাই কি সব চারদিকে করছে কানাকানি,
শীর্ষ ধনী হওয়ায় যেন হয়েছে সন্মানহানি!
শেয়ার বাজার, ব্যাংক লুটে গড়া টাকার পাহাড়,
ঝুলেছে গলায় বুঝি হয়ে এবার লজ্জ্বার হার !
বাণিজ্য লক্ষী এসেছে ঘরে উল্লাসে হবে উদযাপন,
দরবেশ বাবা লুকায় বাণিজ্যে বসতি লক্ষীর আগমন |
হাতিয়ে শেয়ার বাজার, হাজার কোটি টাকা,
দরবেশ রূপে কি যায় আর কলঙ্ক ঢাকা?
বিষয়: বিবিধ
১২৪৪ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
10000 Yì lúbǐ de dàikuǎn, tā xiǎng zhīdào zěnme yàng?
আপনার দাবি চীনাদের জানিয়ে দিলাম | ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |
(Xièxiè nǐ dào yīngguó)
ভুল হয়ে গেছে বিলকুল
দোষ ছিলোনা একচুল |
নিন চিনে ধন্য বাদ না দিয়েই এবার
অধমের কবিতা পড়বার |
10000 Yì lúbǐ de dàikuǎn, tā xiǎng zhīdào zěnme yàng?
আপনার দাবি চীনাদের জানিয়ে দিলাম | ধন্যবাদ কবিতা পড়ার আর মন্তব্যের জন্য |
সুন্দর কবিতাটির জন্য আপনাকে ধন্যবাদ
মন পৌঁছে গেলো খুশির গন্তব্যে !
মন্তব্য করতে লগইন করুন