গণতন্ত্রের সংলাপ - মোনালিসা হাসি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১০ মার্চ, ২০১৭, ১১:৩৯:০৪ সকাল

(স্বপ্নীল আর কাঙ্খিতার মধ্যেকার ফেসবুক চ্যাট থেকে)

কাঙ্খিতা: এতো চুপচাপ, কিছু হয়েছে নিশ্চয় ?

স্বপ্নীল: না না সব ঠিক ঠাক, তেমন কিছু নয় |

কাঙ্খিতা: লুকোচ্ছ কিছু, বলো কেন ভালো নেই মন |

স্বপ্নীল: মোনালিসার উপর আজ রাগ করেছি ভীষণ !

কাঙ্খিতা: মোনালিসা আবার কে?

স্বপ্নীল: কেন, চেনোনা ওকে !

কাঙ্খিতা: নতুন বান্ধবী বুঝি হলো আবার ?

স্বপ্নীল: বান্ধবী নয়, পরিচয় অনেক আগেকার |

কাঙ্খিতা: বলোনিতো কখনো, বলতে মানা?

স্বপ্নীল: অনেক দিন থেকেই চেনা জানা |

কাঙ্খিতা: পরিচয় করিয়ে দেবেনা?

স্বপ্নীল: থাকে দূরে, তোমায় নেওয়া যাবেনা |

কাঙ্খিতা: কোন ডিপার্টমেন্টে করছে পড়াশোনা ?

স্বপ্নীল: বিখ্যাত বাবা, মেয়ে পড়াশোনা করছে না |

কাঙ্খিতা: ওমা, সেকি!

স্বপ্নীল: বলিনি কিছুই মেকি!

কাঙ্খিতা: দেখতে কেমন? বলতে নেই মানা নিশ্চই ?

স্বপ্নীল: হাসিটা পারফেক্ট | মাথাটা ঘুরিয়ে দেবার মতোই |

কাঙ্খিতা: আচ্ছা, বর্ণনাতো দিলে ভারী !

স্বপ্নীল: রূপেগুনে মিলিয়ে ডানাকাটা পরী !

কাঙ্খিতা: তাই বুঝি মেসেজের পর মেসেজ, নেই সারা,

জবাবহীন কাটাই দিন, থাকো দৃষ্টিতেও অধরা!

স্বপ্নীল: ম্যাডাম, আমি কি তাই বলেছি?

কাঙ্খিতা: বলতে হবে না কিছু, সবই বুঝেছি |

স্বপ্নীল: বলেছিতো দূরে থাকে, ল্যুভের মিউজিয়াম প্যারিসে |

দ্য ভিঞ্চিকে বলতে পারো তার পিতা অনায়াসে |

বিখ্যাত পিতা, কন্যা বিখ্যাত ততোধিক

খান্দানি বলতে আপত্তি করবে না নিশ্চিত !

কাঙ্খিতা: তোমার মাথায় দুষ্টমির পোকা |

এমন করে বানালে বোকা ?

স্বপ্নীল: সত্যিই, মোনালিসার উপর করেছি ভীষণ রাগ |

কাঙ্খিতা: সে কি, কেন ? কোথায় গেলো এতো অনুরাগ ?

স্বপ্নীল: ছয়শো বছর পার হয়ে যায়,

মুখের হাসি তবুও ধরা কি মধুর ভঙ্গিমায় !

তার মাঝে অস্ত গেলো ব্রিটিশ সূর্য,

ফরাসি বিপ্লব,হলো দু'দুটি বিশ্বযুদ্ধ

পঞ্চাশ মিলিয়ন মৃত্যু নিয়ে সভ্যতার ঋণ |

তবুও বেদনার গ্লানি নেই, হাসি কি অমলিন !

কাঙ্খিতা: তাতে কি?

স্বপ্নীল: কেঁদেছি বাহান্নোয়, ছিষট্টিতে, উনসত্তরে

স্বজন হারানো যুদ্ধে মেতে সজল একাত্তুরে |

বীর শ্রেষ্ঠের ত্যাগে হেসেছি তাও সে যুদ্ধেই শেষ,

সেই হাসি যদি হয় প্রতিরক্ষা চুক্তিতে নিঃশেষ ?

মোনালিসা হাসির আড়ালে প্রতিরক্ষা চুক্তি হবে অভিশাপ

স্বৈরাচারের ষড়যন্ত্র ছড়ায় দেশে পরাধীনতার পাপ |

ছ'শো নয়, চৌচল্লিশ বছরেই হাসি মুছে গেছে বীরশ্রেষ্টের কান্নায়,

মোনালিসা হেসে যায়, আমি হাসি খুজে মরি স্বাধীনতার ঠিকানায় |

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382188
১১ মার্চ ২০১৭ রাত ০৯:২৭
তবুওআশাবা্দী লিখেছেন : খুবই অন্যরকম কবিতা |খুবই ভালো লেগেছে | অনেক ধন্যবাদ নেবেন |
১১ মার্চ ২০১৭ রাত ১০:৩৫
315955
কাব্যগাথা লিখেছেন : কবিতা পড়ার আর সেই সাথে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File