দেশের গণতন্ত্র উলঙ্গ বলার সেই শিশুটা কই
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ০৬:২৮:৪৯ সকাল
রাজা উলঙ্গ,তবুও মোসাহেবরা সব করছিলো চিৎকার,
বল্ছিলো, রাজা মশাইয়ের পোশাকটা কি চমৎকার!
তীক্ষ প্রশ্নটা করেছিল এক শিশু নির্ভীক সত্যতায়,
রাজা তুমিতো নেংটো, তোমার কাপড় কোথায়?
***
বাংলাদেশ হয়েছে আজ রূপকথার সে রাজ্য,
মিথ্যার মুখোশ পড়েছে সবাই, সত্য পরিত্যাজ্য |
বাক ব্যক্তি স্বাধীনতাহীন উলঙ্গ শাসনেই থাকে স্বৈরাচার,
গণতন্ত্রের পোশাক খুলেও চলছে গণতন্ত্র প্রতিষ্ঠার চিৎকার !
***
বাক ব্যক্তি স্বাধীনতা, মিডিয়ার হাতে লাগিয়ে হাতকড়া,
লেখক, সাংবাদিক জেল জুলুমে করে দেশ ছাড়া,
বিরোধী দল করে নিষিদ্ধ, "সুষ্ঠু" নির্বাচনের ঠেলায়
কে বলবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়না, দেশ ছেড়ে পালায় |
বিচার বিভাগ পকেটে পুড়ে মামলা করে প্রত্যাহার,
বিরোধী দলের নেতা নেত্রী পাঠিয়ে কারাগার
ভোটার বিহীন সাজানো নির্বাচনে গেলে ক্ষমতায়,
গণতান্ত্রিক সরকার নয়, স্বৈরাচারই পাওয়া যায় |
***
সীমান্ত পারের আশীর্বাদে দখল করলে ক্ষমতা,
বীর শ্রেষ্ঠের স্বাধীনতা থাকেনা, থাকে শুধু ভীরুতা |
সীমান্ত সন্ত্রাসে ফেলানী ঝুলে, নিরীহ জনগণ অসহায়,
মৌন সরকার, বিজিবি, সীমান্ত সুরক্ষা মাটিতে লুটায় |
শেয়ার বাজার, ব্যাংক লুট, হাজার কোটি টাকা হাওয়া,
তবুও চলছেই অর্থনৈতিক উন্নয়নের ফিরিস্তি গাওয়া |
কেউ বলছে না অর্থনৈতিক উন্নয়নের খুললে দ্বার,
বিনিয়োগ হবে দেশে, সুইস ব্যাংক কেন হবে দরকার?
***
ধামাধরা মিডিয়া, সাংবাদিক,পেশাজীবী,সুশীল সমাজ,
মেকি গণতন্ত্রের সুবাস মেখে মোসাহেব হয়েছে আজ |
দু'চোখে দেখেও কেউ বলছে না দেশে গণতন্ত্র নির্বাসনে,
বলছে না কেউ লুটপাটে দেশ ফতুর, গতি নেই উন্নয়নে |
বিজিবি হয়েছে বিএসএফের অঙ্গ, ব্যর্থ সীমান্ত সুরক্ষার,
কেউ বলছে না, এ'বাহিনী এখনই বাতিল করা দরকার |
***
নৈবদ্য সাজাতে দেবতা পূজার ক্ষমতা লাভের কৃতজ্ঞতায়
কে বলবে, স্বাধীনতা হারিয়ে সীমান্তে, ডুবেছি পরাধীনতায় |
প্রধানমন্ত্রী,গনতন্ত প্রতিষ্ঠা নিয়ে মোসাহেবরা করছে মিথ্যা হৈচৈ,
বাক ব্যক্তি স্বাধীনতাহীন গণতন্ত্র উলঙ্গ, বলার সেই শিশুটা কই?
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপূর্ব!!!
জাযাকাল্লাহ
আপনার মন্তব্যের মালা,
তুলে এই বেলা -
ভালোলাগার সাথে জড়ায়ে,
কবিতার গায়ে দিলাম পড়ায়ে |
অনেক ধন্যবাদ |
মন্তব্য করতে লগইন করুন