তবুও মন কাঁদে কেন একুশে ফেব্রুয়ারির সকালে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ০৭:৫২:২৪ সন্ধ্যা
একুশে ফেব্রুয়ারির সাড়ম্বর আয়োজন,
ভুলে গেছি কি চেয়েছিল বলতে এই মন |
পাড়ার দুই বৎসরের ছেলে টুইঙ্কেল,
বলেছে আমায় 'কিয়া বাত হ্যায় আঙ্কল’?
বিস্ময়ে বিমুড় হয়ে আমি চমকে,
পথ চলতে থেমে যাই থমকে |
গর্ব মাখা হাসি নিয়ে সুখে,
পিতা তার তাকায় আমার মুখে |
দু'গাল টিপে,জড়িয়ে আদর করি,চুমু দেই কপালে,
তবুও মন কাঁদে কেন একুশে ফেব্রুয়ারির সকালে
ছোট্ট মেয়ে সারিনার সাথে কথা,তখন দুপুর,
বলেছে হতে চায় ঠিক যেমন করিনা কাপুর|
দেখে তার নৃত্য, শুনে শিশুগলার হিন্দি গান,
তবুও একুশে ফেব্রুয়ারির বেলা শেষে কেন কাঁদে প্রাণ ?
'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'
এই গানে হয়নি কি উত্তাল দেশ ভাষা রক্ষায়?
সালাম,রফিক,বরকত,জব্বার দেয়নি কি প্রাণ
এ মাটির বুকে গাইতে বাংলা ভাষার জয়গান ?
স্বাধীন দেশ, নেইতো পাকিস্থানি হানাদার বাহিনী,
তবুও কেন ভাষার গৌরব হলো আজ অতীত কাহিনী ?
কেন চেপেছে সংস্কৃতির ঘাড়ে হিন্দি হয়ে সিন্দবাদের দৈত্য,
কোন চেতনায় ঠেলায় আমার ভাষা,সংস্কৃতি এমন হলো ব্রাত্য?
বিষয়: বিবিধ
১৩২১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সন্ধ্যাতারার মতোই একা জ্বললেন,
ব্লগের মন্তব্যে,
ধন্যবাদ পাঠালাম আপনার গন্তব্যে |
মন্তব্য করতে লগইন করুন