ফাটাকেষ্ট ওবায়দুল কাদেরের জন্য কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:১৩:৪৮ সকাল

ওবায়দুল কাদের, খ্যাতিমান পরিচয়ে ফাটাকেষ্ট,

চটকদার কথা বার্তা, হাবে ভাবে যেন সেই মহাশ্রেষ্ঠ !

পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে হলো কান্ড কত ধুন্ধুমার,

মামলার বিষয়ে বক্তব্য দিয়েছে আদালত কানাডার |

আড়িপাতা তথ্যের উপর করে ভিত্তি,

বিচারক দিতে চায়নি রায়, সে সত্যি |

বিশ্ব ব্যাংকের অভিযোগ মন্ত্রী ঘুষ খেয়েছেন কি খাননি,

সে নিয়ে আদালত কথা কোনোই রায়ে বলেনি |

তবুও বিশ্ব ব্যাংকের ওপর হয়ে ভয়ানক রুষ্ট,

চমকদারী কথা বলে মুখ খুলেছেন ফাটাকেষ্ট |

বলেছেন “বাঙালি বীরের জাতি, চোরের জাতি নয়”

কিছুদিন আগেও সে নিয়ে ছিলোনা কোনো সংশয় |

এখন লেগেছে মনে দারুন ধাঁধা,

সত্যি বলেছেন কি কেষ্ট দাদা?

চুরি না করলে মানুষ হয় সৎ,

বীর হতেই হবে তা নয় আলবৎ |

বীরশ্রেষ্ঠের জাতি পরিচয় ছিল একাত্তুরের যুদ্ধে,

সে জাতির গায়ে কম্বল চোরের তকমা লেপ্টে দিলো কে?

সেই চোরের খনিতে পাওয়া গেলো যত ভেজাল রতন,

শেয়ার বাজার, ব্যাংক লুট পাটে জাতির সে কি পতন !

চোর জাতির পরিচয়ে গৌরব বীরশ্রেষ্ট খেতাব হয়েছে মলিন,

ফেলানী ঝুলে সীমান্তে কাঁটাতারের বেড়ায়, যাতনা অন্তহীন |

সংঘাতহীন সীমান্তে অসহায় মানুষ নিহত প্রতিদিন,

সীমান্ত রক্ষায় আছে সরকারি বাহিনী নখদন্তহীন |

অজস্র মৃত্যুতেও মৌন সরকার আর তার বিজিবি -

বিডিআর ভেঙে গড়া সীমান্ত রক্ষায় কি এক হাবিজাবি |

দেশের জল স্থল সব গেছে সরকারি ভীরুতায়,

একাত্তুরে পাওয়া স্বাধীনতার গৌরবও বুঝি আজ যায়!

পাশের দেশের ইশারায় সরকার উঠলে বসলে হায়

সত্যি সত্যি বীর জাতি কি আর দাবি করা যায়?

বিষয়: বিবিধ

১০০৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381932
১৯ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:২৩
ইয়াফি লিখেছেন : রেফট কাদের!
১৯ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৪
315734
কাব্যগাথা লিখেছেন : ইয়াফি:হুমম!অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
381934
১৯ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:২১
হতভাগা লিখেছেন : ছালা মারবো এখানে
লাছ পুড়বে ছছানে
১৯ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৮:১৬
315735
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:যা বলেছেন!অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য|
381947
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০২:৫৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু।

চমৎকার কবিতা। অনেক ভাল লাগলো।

জাজাকাল্লাহু খাইর।
২০ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৫:২৭
315750
কাব্যগাথা লিখেছেন : সন্ধাতারা:অনেক অনেক ধন্যবাদ কবিতা পড়ে মন্তব্য করার জন্য|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File