চিচিং ফাক (সরকারের সিইসি উপাখ্যান)

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:০১:২৮ রাত

আরো একবার হলো বুঝি চিচিং ফাক,

সিইসি প্রসবে সরকারের নেই রাখ ঢাক |

কে চায় পেতে সুষ্ঠু নির্বাচনের প্রসব বেদনা?

ভোটার শূন্য ভোটে সিইসি দরকার দলকানা |

বিরোধী দল, রাষ্ট্রপতির সাক্ষাৎ,

সুষ্ঠু নির্বাচনী আশা তবুও ধূলিস্যাৎ |

নুরুল হুদা হয়েছেন সিইসি নতুন,

গণতন্ত্র, সুষ্ঠু নিৰ্বাচন তাতেই খুন |

সার্চ কমিটির গঠনের ধুলো,

গাধার নাকে ঝুলানো মুলো

হয়েই ঝুলে বাংলাদেশে

রাজনীতির বিষ নিঃশ্বাসে |

হবে নির্বাচনী জোট

ভোটার বিহীন ভোট |

ভোটের পুকুর চুরি চলবেই,

গণতন্ত্রের ফুলঝুরি ঝরবেই |

কে জানে দেশের ভবিষ্যৎ কি হবে,

তবুও সিইসি সরকারের বরমাল্য পাবে |

বিষয়: বিবিধ

১২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File