শিয়াল, সারস পাখি আর বাংলাদেশের নির্বাচনের কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ জানুয়ারি, ২০১৭, ১১:৩৩:০৪ রাত

ঈশপের গল্পে পড়া শেয়াল, সারস পাখির গল্প,

ভুলেই গেছি, মনে পরে কখনো অল্প অল্প |

শেয়াল আর সারস পাখি ছিল বন্ধু ভারি,

সারসের দাওয়াত ছিল বন্ধু শেয়ালের বাড়ি |

শেয়াল দিয়েছে খাবার সামনে থালা ভরা,

ক্ষুধা পেটে সারস হয়ে থাকে মন মরা |

থালার খাবার সারস পারেনা খেতে, হায়,

ধূর্ত শেয়াল সে খাবার একাই চেটে পুটে খায় |

খবর কাগজে পড়ে ভরা শীতের নির্বাচনী সুড়সুড়ি,

মনে পড়লো ভুলে যাওয়া ঈশপের গল্প পুরোপুরি |

নির্বাচন কমিশন হবে সংস্কার,

তাই নিয়ে কি যে কান্ড কারবার !

রাষ্ট্রপতির সাথে সৌজন্য বিনিময়, সাক্ষাৎ

যেন নির্বাচনের সব ঠিক হয়ে যাবে নির্ঘাত !

কত বক্তিতা, বিবৃতি, কত আশাবাদ,

নিমেষেই সব হয়ে গেলো বরবাদ !

সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি,

তাতেই বোঝা সারা নির্বাচনের মতিগতি |

নামি দামি সব তার সদস্য সদস্যা,

দেখে ভাবি আমার চোখেই বুঝি সমস্যা !

এতো দেখি নতুন বোতলে পুরোনো মদ,

চ্যালা চামুন্ড সব আওয়ামী বংশদবদ |

এ'সার্চ কমিটি আর তাদের নির্বাচন কমিশনার,

ভোটার শূন্য ভোট করতে পারবে অতি চমৎকার !

বাংলাদেশে সারস পাখি অনেক দাওয়াতই পাবে,

পাবেনা খেতে, শেয়ালই শুধু থালা চেটে পুটে খাবে |

বিষয়: বিবিধ

১৬৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File