খুকু ও বাংলাদেশের তেলের শিশি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ অক্টোবর, ২০১৬, ০৯:৩১:৫২ সকাল

(অন্নদা শংকর রায়ের বিখ্যাত "খুকু ও খোকা" কবিতার খুকুর মতো আমাদেরও একজন ভাঙা ভাঙ্গিতে পারঙ্গম বুবু আছে | উনি বাংলাদেশকে হয়তো আর ভাঙতে পারবেন না কিন্তু আজকে আমাদের দেশের স্বাধীনতা আসলেই কি আছে ? সার্কের মতো ফোরামেও নিজেদের স্বার্থ না দেখে আমাদের সরকার স্বার্থ দেখে অন্য দেশের |সেই চিন্তা থেকেই এই কবিতা |)

অন্নদা শংকর রায়, যদি বেঁচে থাকতেন,

বাংলাদেশ কি খুকু পেয়েছে যদি শুধু দেখতেন !

বাংলাদেশের তেলের শিশি ভাঙ্গেনা এখন আর,

দেশের শিশিটা ভাঙার খুকুর নেইতো দরকার |

মুখ খুলে তেলের শিশি সবাই তেল দেয় গায়ে,

দেশের সীমান্ত খোলা তেল দিতে কার যেন পায়ে |

বাংলাদেশের পথ মাড়িয়ে পণ্য ভরা ট্রাক যাবে,

চুপ, করের কথা তুললে অনেক বড় পাপ হবে!

নদ নদীতে বাঁধ দিয়ে না হয় কিছু ট্রাকই যাবে,

কেমন কথা ! তারজন্য এদেশ কেন ট্যাক্স পাবে?

অবৈধ নির্বাচনে গড়া ক্ষমতার প্রাসাদে করতে বসবাস,

খুকু সরকার দেশ করেছে প্রতিবেশীর ক্রীতদাস |

সাংবিধানিক ধারা ভেঙে হলেও কাউকে করে খুশি

বন্ধু সেজে যুদ্ধে যেতে চান খুকু কাশ্মীর খুলে তেলের শিশি |

সীমান্তের ওপারে বন্ধু চতুর, বসিয়েছেন খুকুর পুতুল সরকার ,

চাওয়ার আগেই সব পেলে শিশি ভাঙার কি দরকার ?

বিষয়: বিবিধ

১৪১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378346
০৬ অক্টোবর ২০১৬ রাত ০১:১২
মনসুর আহামেদ লিখেছেন : Excellent brother

০৬ অক্টোবর ২০১৬ রাত ০৪:২১
313513
কাব্যগাথা লিখেছেন : মনসুর আহামেদ:অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File