মার্কোপোলো, ইবনে বতুতা আর আমাদের উনি

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ অক্টোবর, ২০১৬, ০১:১৩:১০ রাত

ইতিহাসের পাতায় পাতায় লেখা আজো মার্কোপোলোর নাম,

কত রাজা এলো গেলো কে পেলো তার মতো দাম?

সিল্ক রোড গড়িয়ে,

চীনের প্রাচীর পেড়িয়ে,

প্যাপিরাসের পাতায় লেখা তার চীন দেশের বর্ণনা

ছাড়া, ইতিহাসের পাতা আজো অন্য কিছু বলবে না |

ধুধু আরব মরুর ধুলা মেখে গায়ে

পাহাড় নদী পেড়িয়ে হেটে দুটি পায়ে,

সবুজ শ্যামল বাংলার যে রূপ দেখেছিলেন,

কালির আঁচড়ে সে কথাই শুধু লিখেছিলেন |

সে কীর্তিতেই অমর ইবনে বতুতা আজঅব্দি,

তারপর পার হলো কত বছর, কত শতাব্দী!

কত অতীত বীরের কাহিনী, অশ্রুধারা বিস্মৃত এই মর্ত্যধাম,

ইতিহাস খোঁজে সে কাহিনী বলতে মার্কো পোলো, ইবনে বতুতার নাম |

বিশাল লটবহর, বিলাসী বিমান, দ্রুতগামী কোনো যান নেই,

পর্যটক মার্কোপোলো, ইবনে বতুতা বিখ্যাত তাদের কাজেই |

আমাদের উনিও পর্যটনে হয়েছেন তাদের সমকক্ষ

বিদেশ ভ্রমণে হারাতেই পারেন যে কোনো প্রতিপক্ষ |

বছর বছর তেলবাজ,ঢোলবাজ সঙ্গী নিয়ে ভ্রমণ তার

দেশের মানুষ মরুক বাঁচুক ভাবার অত কি আছে দরকার !

প্রতিবার ভ্রমণে প্রতিবাদ, প্রতিরোধ কত কি যে হাঙ্গামা

তবুও হাবিজাবি পুরস্কার গছিয়ে বিশ্ব জয়ের কি তার ভঙ্গিমা !

ব্যাকডোরে আসা যাওয়া প্রতিবার হোটেলে বা জাতিসংঘে

ইবনে বতুতার অতীত থেকে উদাহরণ তার আছে কি এই বঙ্গে?

যেখানেই যান উনি ইউরোপ, আমেরিকা কনফারেন্স বা সেমিনার

পচা ডিম্, ছোড়া জুতো, অশ্লীল গালি গালাজও পেয়ে যান বেশুমার |

এইতো সেদিন বদলাতে হলো তিন তিনবার হোটেলের ঠিকানা,

তারপরও কি থামে প্রতিবাদ, প্রতিরোধ অশ্লীল গালির বন্যা !

দেশ ভ্রমণ বানাতে পারেনা ইবনে বতুতা বা মার্কোপোলো আর,

দেশ ভ্রমণ করেও আমাদের উনি আজ হয়েছেন ঘৃণিত স্বৈরাচার |

বিদেশ ভ্রমণে বিশ্বে দেশের নাম কত যে আর ডুববে !

ক্ষমতালোভী উনি সে কথা কি কোনো দিন ভাববে?

বিষয়: বিবিধ

১৭০১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378171
০২ অক্টোবর ২০১৬ রাত ০২:৫৫
মনসুর আহামেদ লিখেছেন : চমৎকার কবিতা। এখন ভিডিও দেখুন,

০২ অক্টোবর ২০১৬ সকাল ০৫:৫৬
313433
কাব্যগাথা লিখেছেন : মনসুর আহামেদ:মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ|ভিডিওটা সময় করে পরে দেখবো|
378180
০২ অক্টোবর ২০১৬ সকাল ০৬:৫৩
রাশেদ বিন জাফর লিখেছেন : ভালো লাগলো স্বাগতম
০২ অক্টোবর ২০১৬ সকাল ০৮:২৩
313434
কাব্যগাথা লিখেছেন : রাশেদ বিন জাফর:মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ|
378183
০২ অক্টোবর ২০১৬ সকাল ০৯:২৫
হতভাগা লিখেছেন : জননেত্রী শেখ হাসিনার আছে অনেক মান

দেশের জন্য নিয়ে এসেছেন বড় বড় সন্মান

তাই না দেখে দূর্মুখোদের গায়ে ধরে জ্বালা

হাসুবুকে ব্যঙ্গ করে গাঁথে কথার মালা

০২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৫৮
313445
কাব্যগাথা লিখেছেন : হাঃ হাঃ হাঃ যা বলেছেন ! অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
378195
০২ অক্টোবর ২০১৬ দুপুর ০৩:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হিক হিক হিক!!!
০২ অক্টোবর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৮
313444
কাব্যগাথা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ:হাসলেন, কাশলেন, না বললেন ভালো লাগলো/বুঝিনি, তবুও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ থাকলো |
০২ অক্টোবর ২০১৬ রাত ১০:৪১
313448
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিক মিক খিখ!!!
০৩ অক্টোবর ২০১৬ সকাল ০৮:২৭
313451
কাব্যগাথা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ:হাসি কাশির রহস্য হলো না ভেদ এতো আরো রহস্যমোড়া/
তবুও ধন্যবাদ নিন প্রায় পাঠক,কি যাবে আর করা !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File