মার্কোপোলো, ইবনে বতুতা আর আমাদের উনি
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ অক্টোবর, ২০১৬, ০১:১৩:১০ রাত
ইতিহাসের পাতায় পাতায় লেখা আজো মার্কোপোলোর নাম,
কত রাজা এলো গেলো কে পেলো তার মতো দাম?
সিল্ক রোড গড়িয়ে,
চীনের প্রাচীর পেড়িয়ে,
প্যাপিরাসের পাতায় লেখা তার চীন দেশের বর্ণনা
ছাড়া, ইতিহাসের পাতা আজো অন্য কিছু বলবে না |
ধুধু আরব মরুর ধুলা মেখে গায়ে
পাহাড় নদী পেড়িয়ে হেটে দুটি পায়ে,
সবুজ শ্যামল বাংলার যে রূপ দেখেছিলেন,
কালির আঁচড়ে সে কথাই শুধু লিখেছিলেন |
সে কীর্তিতেই অমর ইবনে বতুতা আজঅব্দি,
তারপর পার হলো কত বছর, কত শতাব্দী!
কত অতীত বীরের কাহিনী, অশ্রুধারা বিস্মৃত এই মর্ত্যধাম,
ইতিহাস খোঁজে সে কাহিনী বলতে মার্কো পোলো, ইবনে বতুতার নাম |
বিশাল লটবহর, বিলাসী বিমান, দ্রুতগামী কোনো যান নেই,
পর্যটক মার্কোপোলো, ইবনে বতুতা বিখ্যাত তাদের কাজেই |
আমাদের উনিও পর্যটনে হয়েছেন তাদের সমকক্ষ
বিদেশ ভ্রমণে হারাতেই পারেন যে কোনো প্রতিপক্ষ |
বছর বছর তেলবাজ,ঢোলবাজ সঙ্গী নিয়ে ভ্রমণ তার
দেশের মানুষ মরুক বাঁচুক ভাবার অত কি আছে দরকার !
প্রতিবার ভ্রমণে প্রতিবাদ, প্রতিরোধ কত কি যে হাঙ্গামা
তবুও হাবিজাবি পুরস্কার গছিয়ে বিশ্ব জয়ের কি তার ভঙ্গিমা !
ব্যাকডোরে আসা যাওয়া প্রতিবার হোটেলে বা জাতিসংঘে
ইবনে বতুতার অতীত থেকে উদাহরণ তার আছে কি এই বঙ্গে?
যেখানেই যান উনি ইউরোপ, আমেরিকা কনফারেন্স বা সেমিনার
পচা ডিম্, ছোড়া জুতো, অশ্লীল গালি গালাজও পেয়ে যান বেশুমার |
এইতো সেদিন বদলাতে হলো তিন তিনবার হোটেলের ঠিকানা,
তারপরও কি থামে প্রতিবাদ, প্রতিরোধ অশ্লীল গালির বন্যা !
দেশ ভ্রমণ বানাতে পারেনা ইবনে বতুতা বা মার্কোপোলো আর,
দেশ ভ্রমণ করেও আমাদের উনি আজ হয়েছেন ঘৃণিত স্বৈরাচার |
বিদেশ ভ্রমণে বিশ্বে দেশের নাম কত যে আর ডুববে !
ক্ষমতালোভী উনি সে কথা কি কোনো দিন ভাববে?
বিষয়: বিবিধ
১৬৮৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেশের জন্য নিয়ে এসেছেন বড় বড় সন্মান
তাই না দেখে দূর্মুখোদের গায়ে ধরে জ্বালা
হাসুবুকে ব্যঙ্গ করে গাঁথে কথার মালা
তবুও ধন্যবাদ নিন প্রায় পাঠক,কি যাবে আর করা !
মন্তব্য করতে লগইন করুন