নেই কোনো দুঃখ সব্যসাঁচি কবির প্রয়ানে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৪:১৬:৩৯ রাত
ঘন কালো মেঘে ঢাকা সজল পৃথিবী
যখন ভেসেছে বর্ষার অবিরাম বর্ষণে,
আকাশ, প্রশ্ন করবো কতদিন ভেবেছি
তুমি কাঁদছ কি বৃষ্টির দংশনে?
বাঁশ বনের ডাল পাতার ফাক গলে
যে বাতাস বয় উদাস সুর তুলে
ভেবেছি তার মর্মর শব্দে নিরন্তর,
কাঁদে কি বেদনায় বাঁশ বাগানের অন্তর?
দূর নীলিমায় একাকী উড়েছে যে উদাসী চিল,
তার ডানাতেও খুঁজেছি লুকানো কোনো বেদনার নীল |
বসন্তের বিদায় বেলায় ঝরা পাতার মর্মরে,
মন কেঁদেছে উথাল পাথাল শোকের সাগরে !
জানিনা কখনো কারো বিদায়ে, বিচ্ছেদ বা বিরহে,
হৃদয় কেন সজল হয় এতো শোকের প্রবাহে?
মুছে যাওয়া, লুকিয়ে থাকা দৃষ্টির দূর আড়ালে,
কিছু মুখ, কেন ভাসায় এখনো চোখের জলে !
নীল আকাশে আজ শরৎ মেঘের আনাগোনা,
দূর অজানায় চলছে মেঘ মেলে শুভ্র ডানা |
সেই সাথে সব্যসাঁচি কোন কবি যেন চলেছে প্রয়ানে,
তবুও নেই হৃদয় ব্যাথা, মন মেতেছে আনন্দ গানে |
ছাই পাশ তার গল্প কবিতায় বাংলাদেশের মুখ খুজিনি,
অশ্লীল শব্দ সম্ভার,অলঙ্কারে সাজানো লেখা তার ভালোওবাসিনি |
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন