অন্নদা শংকর রায়ের মুজিব বন্দনা: পয়তাল্লিশ বছর পরে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৫ আগস্ট, ২০১৬, ০৫:০৩:২৮ বিকাল
(অন্নদা শংকর রায় বঙ্গ বন্ধুকে নিয়ে লিখেছিলেন: “যত দিন রবে পদ্মা মেঘনা/গৌরি যমুনা বহমান/তত দিন রবে কীর্তি তোমার/শেখ মুজিবুর রহমান" আজ অনেকদিন পর মনে হলো এই কবিতাটা উনি এখন লিখলে হয়তো অন্য রকম হতো | আমি সেই চেষ্টা করলাম |)
প্রমত্ত গৌরী বিগত যৌবনা হয়েছে কত কাল আগেই,
খরস্রোতা যমুনা জীবম্মৃত সেওতো হয়েছে কবেই |
ধেয়ে আসেনা আজ উত্তাল উর্মিলা মেঘনার বুক জুড়ে আর,
ধুধু বালি চরে নিরন্তর বয়ে যায় পদ্মার হাহাকার |
কোথায় খুঁজি হায় তোমায়,আজ শেখ মুজিবর রহমান ?
কি সহজ স্তবে,স্তুতিতে মহা কীর্তি তোমার ক্রমশ বিলীয়মান,
আলোকদীপ্ত গতিতে ধ্বংশ প্রান্তে কি দ্রুত ধাবমান !
তোমার উদগত বীর্যে যে রক্ত গঙ্গা ক্রমবর্ধমান
বাংলাদেশের সবুজ শ্যামল প্রান্ত জুড়ে,
তারই অশ্রু গঙ্গায়,ক্ষোভে,বিক্ষোভে পুরে,
জয় নয়-বিধ্বস্ত,সমাধিস্ত,পরাজয়ে ম্লান ,
কীর্তি তোমার সব শেখ মুজিবুর রহমান |
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন