ক্ষমা করো প্রভু…
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ আগস্ট, ২০১৬, ০২:১৭:১৮ রাত
আবার এলো পনেরোই আগস্ট,শোকাতুর
হবো,নাকি থাকবো আনন্দে ভরপুর?
কারো মৃত্যুতে কি সুখে হাসতে মানা?
শত্রূর মৃত্যুতে কে হয়না আনন্দে আটখানা?
কেউ যদি হয় পাজির পা ঝাড়া,
তার মৃত্যুতেও কি হতে হয় মন মরা?
কেউ যদি হয় শাসন শোষণে হিটলার,
তার মৃত্যুতেও কি মন হতে হবে ভার?
কিংবা কেউ যদি হয় অত্যাচারী লেনিন,
তার মৃত্যুতেও কি মুখ হতে হবে মলিন?
কেউ যদি সাজানো বাগান গণতন্ত্রের,
তছনচ করে আঘাতে স্বৈরাচারের
কেড়ে নিলে কেউ বাক ব্যক্তি স্বাধীনতা,
তার মৃত্যুতেও দেখাতে হবে শোক ও মমতা?
ক্ষমা করো প্রভু আমার অক্ষমতা,
স্বৈরাচারের মৃত্যুতে হয়না মমতা |
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন