সুন্দরবনকে খেতে চাস, খা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০১ আগস্ট, ২০১৬, ১১:২৫:০৬ রাত
(লুত্ফর রহমান রিটন একটা কবিতা লিখেছেন সুন্দরবন ধ্বংসের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কান্ড নিয়ে “কে রে তুই খেতে চাস সুন্দরবনকে?” নামে | সুন্দরবন ধ্বংসের এই ব্যাপারটা ছাড়া কবিতার কিছুর সাথেই আমার মিললো না | মনে হলো সরকার সমর্থক হিসেবে কিছু সত্যি কথা তিনি ইচ্ছে করেই সযত্নে এড়িয়ে গেছেন | উত্তরে এই কবিতাটা তাই লিখতেই হলো |)
কোনো খাবে না সুন্দরবন,
তাদের আছে কি সুন্দর মন?
পদ্মা হত্যার বাঁধ ফারাক্কায় ,
এরাইতো দিয়েছিলো সায়!
এখন তিস্তা, সুরমারও স্রোত হবে স্তব্ধ,
কই তবুওতো নেই এদের সাড়া শব্দ |
মাঝ থেকে হরতাল মিটিং করে দিনরাত,
বেচারা ইলিয়াস আলীর জীবন হলো বরবাদ |
নদী,পুকুর পানি শূন্য ফসলের মাঠ ধু ধু খরা
তবুও নদীতে বাঁধ, চলবে ট্রাক বহর যাবে কি করা
বলেছেন " চুক্তির নামে নিজ স্বার্থটা টিকিয়ে
দেশের স্বার্থ তুই দিলি কিনা বিকিয়ে?"
কবেই বা কি করেছে এরা দেশের দিকে তাকিয়ে ?
দেশের স্বার্থ বিকিয়েইতো আছে ক্ষমতায় জাকিয়ে |
শুধু কি নদী আর সুন্দরবন ধ্বংস ,
দেশের কিছু কি আছে বাকি হতে আজ নির্বংশ?
সীমান্তের বন্ধুত্বপূর্ণ গুলিতে কিছু মানুষ না হয় মরবে,
প্রধানমন্ত্রীর ক্ষমতা ঠিক থাকলে তাতেও বুঝি মন ভরবে |
সুন্দরবন ধ্বংসের "নাড়ছে কে কলকাঠি হোতা-টা কে? জানি না",
স্যরি রিটন সাহেব, আপনি সত্যি বলছেন আমি তা ভাবি না |
বলেছেন সুন্দরবন ধ্বংসের 'কারা এই ষড়যন্ত্রী' !
কার ঘরে কত কল্লা করবে কিছু না জানলে প্রধানমন্ত্রী|
প্লিজ আমদানি করবেন না কোনো মিথ্যে ষড়যন্ত্র তত্ব,
যদি জানেন আপনার "আপা ও প্রধানমন্ত্রী" কে সত্য |
ষড়যন্ত্র নয় কোনো সুন্দরবন ধ্বংসের এই আয়োজন ,
প্রধানমন্ত্রীর ক্ষমতা টেকাতেই এটা বড় প্রয়োজন |
ঢালুন প্রধানমন্ত্রীর পায়ে তেল যদি চান আরো ঢালতে,
কে পারবে থামাতে, স্বেচ্ছায় যদি না চান থামতে |
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সরকারী দলের সমর্থক হলে চোখে (ও মনে) ছানি পড়ে যায়!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন