বৈশাখ বরণ উত্সবে যাবো না আজ রমনার বটমূলে
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ এপ্রিল, ২০১৬, ০৮:৪৮:৫৭ সকাল
‘এসো হে বৈশাখ এসো এসো’রবি বাবুর গান,
না গাইলে বৈশাখ কি আসবেনা, করবে অভিমান?
লালপেড়ে শাড়ি আর মঙ্গল যাত্রায় গায়ে চড়িয়ে খদ্দর,
নাঁচ,গান, বাদ্য না করলে কি কমবে পহেলা বৈশাখের কদর?
পান্তা ভাতেই বছর শুরু, প্রতিদিনই পান্তা ফুরোয় নুন আনতে,
পান্তা না হলে রমনার বটমূলে কেন পারবো না বৈশাখ চিনতে?
ইলিশ ছাড়াইতো আসে যায় দিন কত, রসনা থাকে অতৃপ্ত,
পহেলা বৈশাখের সকালে না পেলে ইলিশ কোনো হবো ক্ষিপ্ত?
বৈশাখী মেলায় ইলিশ দিয়ে পান্তা খাব, সারা বছর উপোষই রব,
রবি বাবুর গান গাব, হামদ নাতে টিয়ারগ্যাসে চোখ কচলাবো |
হাতি, ঘোড়া, দুর্বোধ্য প্রতিমা মুখোশের অন্তরালে,
নাঁচে গানে কোন বৈশাখ বরণ হবে রমনার বটমূলে?
বছর শুরুর প্রথম সকালে কুরআন সুন্নার পথ ভুলে
প্রতিমা পূজার উত্সবে সাথী হতে যাবো না আজ আমি বটমূলে?
বিষয়: বিবিধ
১০৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চির কালই রয়ে যেতে চান কাঙ্গাল ই৷
বর্ষ বরণে বেশি নয় তাই কম কম বাঙালি হতে চাই |
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
মন্তব্য করতে লগইন করুন