ভোট রঙ্গের দু'টি ছড়া
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩১ মার্চ, ২০১৬, ১০:৫৯:৩৮ সকাল
ভোট রঙ্গের ছড়া- ১
চলছে টি টোয়েনটির ধামাকা,
ভোট কেন বাদ যাবে খামাখা ?
হলো তাই ভোট চুরির নির্বাচন,
জানিনা আদৌ ছিল কি প্রয়োজন ?
ভোট হলো ডে নাইট,
হলো ধাওয়া, হলো ফাইট|
হলো দিনভর হামলা ,
ভোটোত্তর বহূ মামলা |
নির্বাচনের সরকারী ধাওয়ায় ,
বিরোধী প্রার্থী উড়ে গেছে হাওয়ায়|
দেশ স্বনির্ভর বিদ্যুত শক্তিতে !
ভোট তাই রাতভর ব্যালট ভর্তিতে |
তবুও সরকারী প্রার্থীর জুরাজুরি,
চলছে উত্সবে ভোট চুরি|
বিরোধী দল শূন্য ফাকা মাঠ হায়,
পুলিশের গুলিতে তাও মারা যায়
মহাতত্পর সরকারী কর্মী বাহিনী |
নির্বাচনে হচ্ছে কি যে সব কাহিনী !
আওয়ামী জামানায় নির্বাচন সুষ্টু হলো কবে?
আশ্বাস দিয়েছেন মন্ত্রী পরবর্তী ধাপে হবে|
ভোট রঙ্গের ছড়া - ২
হাউ ফানি, এখনো ভোট দিতে
কেন হবে দূর ভোট কেন্দ্রে যেতে?
পায়ে হেটে কেন করতে হবে ভেজাল?
দেশতো পুরোপুরি এখন ডিজিটাল !
মার্চের সকালে বা পড়ন্ত বেলায়,
উজ্জীবিত মুক্তিযুদ্ধের চেতনায়
জানি সবাই নৌকায় ভোট দেবে,
বেলা নয়্টাতেই তাই ভোট শেষ হবে|
ভোটবিহীন নির্বাচিত হবে কিছু মেয়র ,
এইতো আওয়ামী জামানায় গণতন্ত্রের বহর !
কত সহজ করেছে ভোট পদ্ধতি ডিজিটাল সরকার!
আওয়ামী জামানায় ভোট কেন্দ্রে যাবারই কি দরকার?
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জব্বর লিখেছেন, মা শা আল্লাহ..!
মন্তব্য করতে লগইন করুন