মাথায় কোনো প্রশ্নতো নেই আর
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১১:০৭:১১ সকাল
(মিনার রশিদের লেখার জবাবে)
মাথায় কোনো প্রশ্নতো নেই আর,
কেন খুজবো তবে জবাব তার ?
জ্ঞানীগুণি নই, বুঝিনা অনেক তাতো সত্যি,
তাই বলে গোবরে মাথা কি করেছি ভর্তি ?
কোটি মানুষের আবাস রাজধানী শহরে,
সরকারের নাকের ডগায় দিনে দুপুরে
অসহায় মারা যায় দেশের গর্বের ধন,
সীমান্ত প্রহরী বীর সেনা সাতান্নজন|
তারপরও বহাল তবিয়তে প্রশাসন, সরকার,
বুঝতে কষ্ট কি হয় কোন কুশীলব পেছনে তার |
অরক্ষিত সীমান্তে স্বাধীনতাহীন দেশ,যদিও বলতে মানা,
কার লাভ তাতে দিনে দিনে সাড়ে ষোলো আনা?
কলকাঠি নাড়ার পেছনে কে সেই নটবর মিত্র,
ঘন আঁধারেও দেখ্যা যায় তার হাস্যময় মুখ চিত্র |
বিষয়: বিবিধ
৮৫৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না বলা মানুষের মনে না বলা হাহাকার।
মন্তব্য করতে লগইন করুন