একুশে ফেব্রুয়ারীর সকালে চোখে জল

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২১ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:২৬:১৫ সকাল

একুশে ফেব্রুয়ারীর সকালে আজও ঢল

শহীদ মিনারে, আমার চোখে কেন তবে জল?

উত্সবে উতসর্গে মোড়া একুশে ফেব্রুয়ারীর সকালে

ধ্বিকি ধ্বিকি জ্বলা মন আজও কেন জ্বলে দাবানলে?

ফাগুনের প্রথম প্রহরে শহীদ স্বরণ,

শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ,

আজ কেন মেকি লাগে, একুশে ফেব্রুয়ারী গান

আজ কেন মিথ্যে শোনায়, জুড়ায় না আর এই প্রাণ?

প্রভাত ফেরির লাল পাড় সাদা শাড়ি, খোপায় ফুল,

পাঞ্জাবি মুজিব কোটের বহর আজ লাগে বড় স্থুল |

মন্ত্রী মিনিস্টার মেকি বক্তব্য বিবৃতি দিনভর,

ত্যক্ত বিরক্ত, লজ্বায় ভারাক্রান্ত এই অন্তর |

বায়ান্নর একুশ এনেছিল বাংলা ভাষার জয় ,

আজ একুশ আসে, লাগে কি যে বিষাদময় |

হায়,বিদেশী ললনার নৃত্য ছাড়া চলে দেশে কোন অনুষ্ঠান?

হররোজ চব্বিশ ঘন্টা টিভিতে চলে বিজাতীয় ভাষার গান|

সালাম, জব্বার, রফিক, বরকত ক্ষমা চাই করজোরে,

স্বাধীন দেশ পারিনি তোমাদের স্বপ্নে সাজাতে সত্যি করে |

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File