বন্ধ ফেসবুক, অনলাইন আর নিষিদ্ধ স্বৈরাচারের কবিতা
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৪ ডিসেম্বর, ২০১৫, ০৮:০২:০১ সকাল
বহুদিন না দ্যাখা বন্ধু বান্ধবের অবাক কলকল,
ফেলে আসা ঢাবি, সলিমুল্লাহ হল
বিফল প্রেম, বিস্মৃত প্রণয়িনী,বেদনার কিছু অশ্রুজল,
নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন, নুর হোসেন |
তার সাথে ভুলে যাওয়া আর সবাই কেমন আছেন?
এ'নিয়েইতো ফুটেছিল ফেসবুকের ভার্চুয়াল শতদল|
দূর পশ্চিমের ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন,
আইএস,সিরিয়া , জর্দানের শরণার্থী জনগণ|
মাঝে মধ্যে দেশের ভোটার বিহীন নির্বাচন,
রঙ্গরসের সংসদে সাংসদের অকথ্য বচন|
জগদ্দল পাথরের স্বৈরশাসন,
স্বৈরাচার বিরোধী আন্দোলন|
ফুলিশ পুলিশ, র্যাব বাহিনী,
ব্যান্ক লুটপাটের কিছু কাহিনী|
আইএস, জঙ্গি, আলকায়েদা,
জঙ্গি জুজু দেখিয়ে তোলা ফায়েদা|
এই ছিল আলোচনার সীমাবদ্ধ বিষয়,
মাঝে মধ্যে দখল নিতেন পঙ্কজ শরণ মহাশয়|
ফেসবুকের ফ্রেন্ড ক্যাটাগরিটা আমার ছিল সাধাহরণ কত !
তমাল, মইনুল, অন্যতমা, হরিদাস এমন গোটা কয় নাম যত |
ফ্রেন্ড হয়নি বানকি মুন, জন কেরী বা প্রেসিডেন্ট ক্লিন্টন
যারা আমার হয়ে চাপ দেবে হতে হবে নিরপেক্ষ নির্বাচন|
ছিলাম না বিপ্লবী, ছিলনা বিপ্লবের কোনো নক্সা হাতে,
আর তাতেও বুঝি অবৈধ সরকারের কেল্লাফতে|
ফেসবুক নিষিদ্ধ, বন্ধ ভাইবার,স্কাইপ,ইমো,টুইটার!
অবৈধ শাসনে, শোষণে, সন্ত্রাস ভারে কাপে সরকার|
আরো উচ্চকিত হবো আমরা নিষিদ্ধ শাসনে,
রক্তে আমার স্বাধীনতা,স্বৈরাচারের চোখ রাঙ্গানি কে মানে?
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন