ভেবেছি এবার বিজয় দিবসে যাবোনা স্মৃতি সৌধে

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৭ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫১:১২ রাত

ভেবেছি এবার ষোলই ডিসেম্বর,

আসন্ন বিজয় দিবসে,

নির্জনে একলা বসে

কাটিয়ে দেব আঁধার করে ঘর |

যাবোনা স্মৃতি সৌধে ভোর রাতে,

রঙিন ফুলের তোরা বা মালা হাতে |

বিজয় দিবসের কোনো গান,

টিভির কোনো বিশেষ অনুষ্ঠান

বিজয় দিবসের বক্তৃতামালা শুনবোনা,

সব্যসাচী কবিটবির কবিতা পড়বনা |

টিভি অনুষ্ঠানে ব্যক্তি বন্দনা অনন্তর চলবেই

বক্তৃতা মালায় সুধীজন গদ গদ ভাষায় বলবেই

কবিতাগুলো ব্যক্তি বন্দনায় ছন্দের জাল বুনবে

এর বাইরে কিইবা আর কেউ শুনবে?

নত মস্তকে কারো বন্দনায় মাতবনা,

সীমান্তে মুখ বুজে আর মরবোনা |

স্বাধীনতা দেশের আর বেঁচবোনা,

বাক ব্যক্তি স্বাধীনতা জেলের গরাদে পুরবনা |

ষোলই ডিসেম্বরে কেউ কথাগুলো কি বলবে

একাত্তুরের প্রতিজ্ঞায় কেউ এখনো কি চলবে ?

লেজুরবৃত্তি ছাড়া জানি কেউ কিছু করবেনা,

তোষামোদী ছাড়া কেউ কোনো কথা বলবে না |

তাই ভেবেছি একলা বসে আঁধার করে ঘর ,

কাটাব এবার বিজয় দিবস-ষোলই ডিসেম্বর |



বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353129
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৪০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো কাজ হবে তবে।
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২৮
293149
কাব্যগাথা লিখেছেন : আলমগীর মুহাম্মদ সিরাজ:ধন্যবাদ, মন্তব্যের জন্য |
353132
০৭ ডিসেম্বর ২০১৫ রাত ১০:৫৭
অপি বাইদান লিখেছেন : সাকা নেই, মুজা নেই......... কিসের বিজয় দিবস?
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২৭
293148
কাব্যগাথা লিখেছেন : হাসি না আছে, সীমান্তে মুখ বুজে মরণ আছে, সব্যসাচী কবির তোষামদির কবিতা আছে, বাক ব্যক্তি স্বাধীনতা (জেলের গরাদে) আছে ...তবুও যাবোনা |
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৪৮
293152
অপি বাইদান লিখেছেন :
Tongue
০৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩২
293167
কাব্যগাথা লিখেছেন : বাংলাদেশে এই বেস বলের ব্যাট পেলেন কোথায় ? সরকারের দস্যুতাকে মনে হচ্ছে আন্তর্জাতিক ফ্লেভার দিতে চাইলেন | যাহোক ব্যাপক ভয় পেয়েছি| বুঝতেও পারছিনা ষোলই ডিসেম্বর একলা ঘরে থাকলে ভয়ে কাঁদব নাকি|তবুও ধন্যবাদ শুধু ভয় দেখিয়েছেন, সত্যি সত্যি মারেন নি বলে|

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File