একটি কবিতা ও স্লোগান

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০৫ ডিসেম্বর, ২০১৫, ১০:৫১:০৪ সকাল

হাতে ঢাল তলোয়ার নেই তবুও প্রতিবাদী আমি আজ,

সিদ্ধান্ত চূড়ান্ত আমার কপালে পড়েনি দুঃচিন্তার কোনো ভাঁজ |

না, পেছাবার কোনো,পালাবার কোনো জায়গা নেই ,

বিপন্ন দেশ বাঁচাতে হবে, সাজাতে হবে ফুলে ফলে আন্দোলনেই|

দান-ধ্যান বাদ, ক্ষমতার লোভে দেশ বিক্রির আর সুযোগ নেই,

য়ুনানি ঔষদের প্রতিক্রিয়ার মত ধীর প্রতিবাদে গণতন্ত্র রক্ষা বড় দায়

হয়েছি প্রতিবাদী তাই, আন্দোলনের শিরোনাম লিখেছি কবিতার গায়|



বিষয়: বিবিধ

৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File