হায় আমার বাংলাদেশ !

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ০২ ডিসেম্বর, ২০১৫, ১১:০৫:৪২ রাত

আবার আসিব ফিরে …এই বাংলায় বলেছিল কবি,

শত বছর পরে এই বাংলায় একই আছে কি ছবি?

ধান সিড়িটির তীর এখনো কি স্বপ্নের মায়া ছড়ায়,

অযুত স্রোতের আলিঙ্গনে এখনো কি তার জল গড়ায়?

জানিনা সত্যি জীবনান্দ দাস, ধানসিড়ি নদীটির তীরে,

বাংলার কি রূপ দেখবেন যদি আবার আসেন ফিরে |

দোহাই তোমারও কবিগুরু, সোনার তরীটি বেয়ে,

কখনো এসোনা আর, দেখতে পাবেনা সোনার বাংলাটি চেয়ে |

বীর বিপ্লবী মাস্টারদা সূর্যসেন,

ভাগ্যবান আপনি ব্রিটিশ আমলে জন্মেছেন !

দেশের স্বাধীনতার গ্লানি ঢাকতে যদি এখন গর্জে উঠতেন,

ফাসির কাষ্ঠ আছে তৈরী নিশ্চিত তাতে ঝুলতেন |

মাইনরিটির তকমায় হতে পারতেন অবশ্য বিএনপির গয়েশ্বর রায়,

যেমন তাকে যখন ইচ্ছে জেলে ভরে, কখনো বা জামিন পায় |

মেজর জলিল, ভুলুন্ঠিত দেশের স্ব্বাধীনতা বাঁচাতে যদি আবার গর্জে উঠতেন

জানিনা কতদিন, মাস বা কত বছর আবার জেলের ঘানি টানতেন !

জানেন নাতো কি অবস্থা কাদের সিদ্দিকীর যে ছিল মুক্তিযুদ্ধের টাইগার !

বহিস্কৃত, অপদস্থ, কি হেনস্থা গাড়িতে বাড়িতে ফুটপাতে বারবার |

নস্টে ভরা, কষ্টে মোড়া সকাল বিকাল দেশের ইদানিংকার দিনগুলো ,

পূর্নিমা রাতেও এখন জ্যোস্না খুঁজি, আঁধারে মোড়া শরতেরও রাতগুলো |

চোখ ভরা অশ্রুজল, একরাশ বেদনা জমানো ছিল যা বুকে

তোমরা পেয়েছ মুক্তি, তোমরা পেয়েছ ভক্তি ভুলে গেছি আজ সেই সুখে |

আজকের বাংলায় ক্ষমতাসীন সেই হবে যার মাথা যত অবনত

চাইনা আমি বীরশ্রেষ্ঠ কেউ বাংলায় পরাধীন পথে হাটুক মাথানত !

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352471
০২ ডিসেম্বর ২০১৫ রাত ১১:২১
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৫
292680
কাব্যগাথা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ: আমার সামান্য এই কবিতা পড়ে লাল গোলাপের শুভেচ্ছা! সানন্দে- মানে আনন্দের সাথে নিলাম |ধন্যবাদ|
352493
০৩ ডিসেম্বর ২০১৫ রাত ০২:৩৪
আফরা লিখেছেন : Crying Crying Good Luck Good Luck Good Luck Rose Rose Rose
০৩ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:৫৭
292681
কাব্যগাথা লিখেছেন : আফরা: আমার সামান্য এই কবিতা পড়ে লাল গোলাপের যে শুভেচ্ছা জানিয়েছেন সানন্দে- মানে আনন্দের সাথে নিলাম |ধন্যবাদ|
352524
০৩ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৬
egypt12 লিখেছেন : হুম আপনার চাওয়া পূরণ হোক।
০৩ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০০
292741
কাব্যগাথা লিখেছেন : egypt12:
কাব্যগাথা নাম নিয়েছি,
না চাইতেই সব পেয়েছি|
দেশের চাইনা আর কোনো তন্ত্রমন্ত্র
চাওয়ার আছে শুধুই একটু গণতন্ত্র |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File