পৌরসভা নির্বাচনের ছড়া

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ৩০ নভেম্বর, ২০১৫, ১২:৩৯:১৩ রাত

গণতন্ত্র গণতন্ত্র বলে ডাক পারি,

গণতন্ত্র গেল কোন জম বাড়ি?

ভোটাধিকার চেয়ে চেয়ে কে কেঁদে যায়,

ভোটাধিকার বলে আছে কিছু কি হায়?

ভোট ভোট করে ঝুলায় গণতন্ত্রের মূলা,

ভোট চোর, জোচ্চর চোখে দেয় ধুলা|

ভোট হবে ,জোট হবে, হবে কত রঙ্গ,

হা টি হা টি পা পা গণতন্ত্র বারবার,

গলা টিপে, টুটি চিপে মারবেই সরকার|

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352080
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:১০
শেখের পোলা লিখেছেন :
ভোটভুটি ছোটাছুটি ভোট কয় কারে?
ভোট ছাড়া ওরাতো নেতা হতে পারে৷
কেন এত তোড় জোড় কেন এত খরচা৷
চাইনা আর বেইমানী রাজনীতি চর্চা৷
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:৩০
292307
কাব্যগাথা লিখেছেন : শেখের পোল
বলেছেন ঠিক বিলকুল,
দ্বিমত নেই একচুল |
৩০ নভেম্বর ২০১৫ রাত ০১:৩১
292308
কাব্যগাথা লিখেছেন : শেখের পোলা:
বলেছেন ঠিক বিলকুল,
দ্বিমত নেই একচুল|
352087
৩০ নভেম্বর ২০১৫ সকাল ০৫:১৮
রক্তলাল লিখেছেন : গণতন্ত্র গেছে রামবাড়ি!
৩০ নভেম্বর ২০১৫ সকাল ০৫:৩১
292326
কাব্যগাথা লিখেছেন : রক্তলাল:
"বলেছেন যথার্থই
নেই কোনো বিতর্কই"
352092
৩০ নভেম্বর ২০১৫ সকাল ০৬:৪৮
নাবিক লিখেছেন : হুম
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৪
292391
কাব্যগাথা লিখেছেন : নাবিক: ধন্যবাদ|
352109
৩০ নভেম্বর ২০১৫ সকাল ১১:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভোটের লাগিয়া সাজিনু ভিখারি!
৩০ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
292390
কাব্যগাথা লিখেছেন : তবুও নির্বাচনী প্রসাদ যেন পাতে পায় জনগণ
গণতন্ত্রের আগমনী ধ্বনি বাজাক এই পৌর নির্বাচন |
রিদওয়ান কবির সবুজ :ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File