তবে কেন?
লিখেছেন লিখেছেন কাব্যগাথা ২৮ নভেম্বর, ২০১৫, ১২:২৮:৪১ দুপুর
লুই কানের নক্সা গেছে পাল্টে বলে রাগ কর,
দেশের মানচিত্র পাল্টে গেলে কেন মৌনতার ভান ধর ?
দেশের সীমানা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা কর কত,
তালপট্টি হারিয়েও তবে কেন বিজয়ের উত্সবে মাতো?
দাড়ি টুপি দেখেই সবাইকেই দাও মৌলবাদী আখ্যা,
দূর্গা দেবীর পুজোয় পাও প্রগতিশীলতার কোন ব্যাখ্যা?
পরদেশী বলে কুরআন, ইসলামী সংস্কৃতি ত্যাগ কর,
কেন তবে বাংলা ফেলে চটুল হিন্দি নাঁচ গান জড়িয়ে ধর?
মুক্তিযুদ্ধ চেতনার ফায়দা লুটে হায়,
এক টাকা শুল্কে কেমন করে দেশ বিক্রি করা যায়?
গণতন্ত্রের মানসকন্যা উপাধি নিয়ে গর্ব কর,
ভোটবিহীন নির্বাচনে কেন তবে মুকুট পড়?
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাখ্যা করলে লুই নক্সা বিনিত হবো মনে কর।
ধন্যবাদ
জেদ্দাবাসী: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য |
লুই কানের নক্সা গেছে পাল্টে বলে রাগ কর,
দেশের মানচিত্র পাল্টে গেলে কেন মৌনতার ভান ধর ?
জাযাকাল্লাহ খায়ের
মন্তব্য করতে লগইন করুন